দৌলতপুর ও সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর ও সাটুরিয়ায় বৈশাখী মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আয়োজকেরা বলছেন, শতবর্ষ ধরে চলে আসা মেলা হঠাৎ বন্ধ করে দিয়েছে প্রশাসন। আর প্রশাসন বলছে, অনুমতি না নিয়ে এসব মেলা আয়োজন করায় বন্ধ করে দেওয়া হয়েছে।
দৌলতপুর: উপজেলার চকমিরপুর ইউনিয়নের শিববাড়ী এলাকায় প্রায় ২০০ বছর আগে থেকে চলে আসছে চড়ক মেলা। এটি মূলত সনাতন ধর্মাবলম্বীদের উৎসব। চড়ক মেলায় বাঁশ, বেত, প্লাস্টিক, মাটি ও ধাতব তৈজসপত্র এবং খেলনাসহ বিভিন্ন ধরনের বিন্নি খই, দই, মিষ্টি ও ফল বেচাকেনা হয়। তবে গত বুধবার চৈত্রসংক্রান্তির দিন এ মেলা বন্ধ করে দেয় দৌলতপুর থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকেই চৈত্রসংক্রান্তি মেলাকে কেন্দ্র করে উপজেলার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মেলায় অংশগ্রহণকারী দোকানিরা আসতে থাকেন। তবে বুধবার হঠাৎ করেই মেলায় দোকান বসতে বাধা দেয় দৌলতপুর থানা-পুলিশ। এতে স্থানীয় দোকানিরা ও মেলায় আগত দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
দৌলতপুর মন্দির কমিটির সভাপতি দিলীপ ফৌজদার এবং সাধারণ সম্পাদক নিরঞ্জন কর্মকার জানান, চৈত্রসংক্রান্তি শিব পূজার এই মেলায় আদৌ কোনো কমিটি ছিল না এবং এখনো নেই। শত শত বছর ধরে চলে আসা এই মেলায় কোনো দিনই থানা-পুলিশসহ প্রশাসনিক কোনো অনুমোদন নেওয়া লাগেনি।
মেলা বন্ধ করায় মিষ্টির দোকানি শেফালি ঘোষ নামের এক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মেলা উপলক্ষে ৪৫ মণ মিষ্টি বানিয়েছিলেন। তা বিক্রি হবে না চিন্তা করেই অসুস্থ হন বলে তাঁর স্বজনেরা দাবি করেছেন।
উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, আশপাশের এলাকা থেকে বিভিন্ন দোকানি মেলাকে কেন্দ্র করে মিষ্টি-দইসহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন। কিন্তু এবার মেলার অনুমতি নেয়নি বলে থানা-পুলিশ থেকে ঐতিহ্যবাহী এ মেলা বন্ধ করা হয়েছে।
মেলা বন্ধ করা প্রসঙ্গে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, ‘মেলার কোনো অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া এ মেলা পরিচালনার কোনো কমিটিও নেই। এই মেলা বসার জায়গা নিয়েও একটা সমস্যা আছে। মেলা চললে হয়তো সংঘর্ষ বাধতে পারে, তাই বন্ধ করে দেওয়া হয়েছে।’
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, ‘মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের অনেক পুরোনো একটা মেলা। এ মেলা বন্ধ করার কারণ আমি খুঁজে পাইনি। আমি যতটুকু জানি, মেলা চললে কোনো সমস্যা হতো না।’
সাটুরিয়া: উপজেলার বালিয়াটি জমিদার বাড়ির সামনে আড়াই শ বছরের পুরোনো বৈশাখী মেলা বন্ধ করে দেওয়া হয়। গতকাল শুক্রবার সকাল থেকে এ মেলা শুরু হওয়ার কথা ছিল। গতকালই তা বন্ধ করে দেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার পয়লা বৈশাখের দিনেই সাটুরিয়ার হাটবার হওয়ায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ীদের অনুরোধে বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বাজারে ঢোল দিয়ে শুক্রবার মেলার আয়োজন করেন। কিন্তু শুক্রবার সকালে পুলিশ এসে মেলা বন্ধ করে দেন।
উপজেলার ভাটারা গ্রামের ননী বণিক বলেন, ‘করোনার সময় আমরা কোনো মেলা করতে পারিনি। আশা করছিলাম বালিয়াটি বৈশাখী মেলা করব। ব্যাংক থেকে ও সুদ করে প্রায় ২ লাখ টাকা নিয়ে সাজ ও বিন্নি তৈরি করেছিলাম। কিন্তু পুলিশ মেলা বন্ধ করে দিল। এখন এসব সাজ, বিন্নি কোথায় বিক্রি করব?’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, মেলায় কোনো কমিটি নেই। এ ছাড়া প্রশাসনের কাছ থেকে মেলা করার অনুমতি নেই। তাই শুক্রবার সকাল থেকে পুলিশ বসিয়ে মেলা যাতে না বসতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে মেলার কোনো অনুমতি না থাকায় মেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের দৌলতপুর ও সাটুরিয়ায় বৈশাখী মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আয়োজকেরা বলছেন, শতবর্ষ ধরে চলে আসা মেলা হঠাৎ বন্ধ করে দিয়েছে প্রশাসন। আর প্রশাসন বলছে, অনুমতি না নিয়ে এসব মেলা আয়োজন করায় বন্ধ করে দেওয়া হয়েছে।
দৌলতপুর: উপজেলার চকমিরপুর ইউনিয়নের শিববাড়ী এলাকায় প্রায় ২০০ বছর আগে থেকে চলে আসছে চড়ক মেলা। এটি মূলত সনাতন ধর্মাবলম্বীদের উৎসব। চড়ক মেলায় বাঁশ, বেত, প্লাস্টিক, মাটি ও ধাতব তৈজসপত্র এবং খেলনাসহ বিভিন্ন ধরনের বিন্নি খই, দই, মিষ্টি ও ফল বেচাকেনা হয়। তবে গত বুধবার চৈত্রসংক্রান্তির দিন এ মেলা বন্ধ করে দেয় দৌলতপুর থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকেই চৈত্রসংক্রান্তি মেলাকে কেন্দ্র করে উপজেলার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মেলায় অংশগ্রহণকারী দোকানিরা আসতে থাকেন। তবে বুধবার হঠাৎ করেই মেলায় দোকান বসতে বাধা দেয় দৌলতপুর থানা-পুলিশ। এতে স্থানীয় দোকানিরা ও মেলায় আগত দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
দৌলতপুর মন্দির কমিটির সভাপতি দিলীপ ফৌজদার এবং সাধারণ সম্পাদক নিরঞ্জন কর্মকার জানান, চৈত্রসংক্রান্তি শিব পূজার এই মেলায় আদৌ কোনো কমিটি ছিল না এবং এখনো নেই। শত শত বছর ধরে চলে আসা এই মেলায় কোনো দিনই থানা-পুলিশসহ প্রশাসনিক কোনো অনুমোদন নেওয়া লাগেনি।
মেলা বন্ধ করায় মিষ্টির দোকানি শেফালি ঘোষ নামের এক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মেলা উপলক্ষে ৪৫ মণ মিষ্টি বানিয়েছিলেন। তা বিক্রি হবে না চিন্তা করেই অসুস্থ হন বলে তাঁর স্বজনেরা দাবি করেছেন।
উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, আশপাশের এলাকা থেকে বিভিন্ন দোকানি মেলাকে কেন্দ্র করে মিষ্টি-দইসহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন। কিন্তু এবার মেলার অনুমতি নেয়নি বলে থানা-পুলিশ থেকে ঐতিহ্যবাহী এ মেলা বন্ধ করা হয়েছে।
মেলা বন্ধ করা প্রসঙ্গে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, ‘মেলার কোনো অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া এ মেলা পরিচালনার কোনো কমিটিও নেই। এই মেলা বসার জায়গা নিয়েও একটা সমস্যা আছে। মেলা চললে হয়তো সংঘর্ষ বাধতে পারে, তাই বন্ধ করে দেওয়া হয়েছে।’
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, ‘মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের অনেক পুরোনো একটা মেলা। এ মেলা বন্ধ করার কারণ আমি খুঁজে পাইনি। আমি যতটুকু জানি, মেলা চললে কোনো সমস্যা হতো না।’
সাটুরিয়া: উপজেলার বালিয়াটি জমিদার বাড়ির সামনে আড়াই শ বছরের পুরোনো বৈশাখী মেলা বন্ধ করে দেওয়া হয়। গতকাল শুক্রবার সকাল থেকে এ মেলা শুরু হওয়ার কথা ছিল। গতকালই তা বন্ধ করে দেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার পয়লা বৈশাখের দিনেই সাটুরিয়ার হাটবার হওয়ায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ীদের অনুরোধে বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বাজারে ঢোল দিয়ে শুক্রবার মেলার আয়োজন করেন। কিন্তু শুক্রবার সকালে পুলিশ এসে মেলা বন্ধ করে দেন।
উপজেলার ভাটারা গ্রামের ননী বণিক বলেন, ‘করোনার সময় আমরা কোনো মেলা করতে পারিনি। আশা করছিলাম বালিয়াটি বৈশাখী মেলা করব। ব্যাংক থেকে ও সুদ করে প্রায় ২ লাখ টাকা নিয়ে সাজ ও বিন্নি তৈরি করেছিলাম। কিন্তু পুলিশ মেলা বন্ধ করে দিল। এখন এসব সাজ, বিন্নি কোথায় বিক্রি করব?’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, মেলায় কোনো কমিটি নেই। এ ছাড়া প্রশাসনের কাছ থেকে মেলা করার অনুমতি নেই। তাই শুক্রবার সকাল থেকে পুলিশ বসিয়ে মেলা যাতে না বসতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে মেলার কোনো অনুমতি না থাকায় মেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪