Ajker Patrika

পাঁচ ইউপিতে বিদ্রোহী নৌকার হারের আশঙ্কা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ৩১
পাঁচ ইউপিতে বিদ্রোহী   নৌকার হারের আশঙ্কা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আর মাত্র ১০ দিন পর, ২৮ নভেম্বর। সব কটি ইউপিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারের মাঠে নেমেছেন। এতে পাঁচটি ইউপিতেই নৌকার ভরাডুবির আশঙ্কা করছেন নেতা-কর্মীরা।

তবে উপজেলা আওয়ামী লীগ বলছে, ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে কেউ কেউ মনঃক্ষুণ্ন হয়েছেন। স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলে, এ সমস্যার সমাধান করা হবে। তবে কেউ নৌকার বিরুদ্ধে কাজ করলে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সালুয়া ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. কাইয়ুম। স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর মনোনয়ন পাওয়ার পর ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বাইরে থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলেও, নৌকার পাশে নেই ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী।

ফরিদপুর ইউপিতে মনোনয়ন পেয়েছেন এস এম আজিজুল্লাহ। এ ইউপিতে উপজেলা আওয়ামী লীগের নেতাদের একাংশকে তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকাশ্যে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সভা সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

ছয়সূতি ইউপিতে মনোনয়ন পেয়েছেন কুলিয়ারচর সরকারি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন। তিনি মনোনয়ন পাওয়ার পর থেকে তৃণমূল আওয়ামী লীগের একাংশ প্রকাশ্যে বিরোধিতা করছে।

উছমানপুর ইউপির বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন। তিনিও নৌকার প্রার্থী মো. নিজাম ক্বারির পক্ষে নেই বলে জানিয়েছেন একাংশের নেতা-কর্মীরা। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকও নৌকার পক্ষে কাজ করছেন না। গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক। তিনি মনোনয়ন পাওয়ার পর এ ইউপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দলীয় নেতা-কর্মীদের একাংশ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন বলেন, ‘নির্বাচন ঘিরে আমাকেও বিন্দুমাত্র মূল্যায়ন করা হয়নি। কার কার নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে, আমাকে দেখতে দেওয়া হয়নি। দলের সাধারণ সম্পাদক হিসেবে তালিকাটা দেখার অধিকার কি আমার নেই?’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান বলেন, ‘অনেকেই পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় ক্ষুণ্ন হয়েছেন। আমাদের সাংসদ নাজমুল হাসান পাপনের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলে সমাধান করা হবে। আশা করি, নির্বাচনের আগে সব ঠিক হয়ে যাবে। তারপরও যদি কেউ নির্দেশনা না মানেন এবং নৌকার বিরুদ্ধে কাজ করেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত