Ajker Patrika

বাতাসে আমের মুকুলের সুবাস

মাসুদ পারভেজ, কালীগঞ্জ (সাতক্ষীরা)
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৫২
বাতাসে আমের মুকুলের সুবাস

কালীগঞ্জের প্রতিটি আমগাছে এখন শুধু মুকুল আর মুকুল। মুকুলের ভারে যেন নুয়ে পড়ছে আমগাছ। মৌমাছিরাও উড়ে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে। আর বাতাসে ভাসছে আমের মুকুলের ম-ম ঘ্রাণ।

উপজেলার বাগানমালিক, কৃষিবিদ ও আমচাষিরা আশা করছেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে।

মুকুলে মুকুলে ভরে গেছে বাগানগুলো। প্রায় ৮০ শতাংশ গাছেই এসেছে মুকুল। আমচাষি ও বাগানমালিকেরা বাগানে পরিচর্চা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। অবশ্য মুকুল আসার আগে থেকেই গাছের পরিচর্চা করে আসছেন তাঁরা; যাতে করে গাছে মুকুল বা গুটি বাঁধার সময় কোনো সমস্যার সৃষ্টি না হয়।

এবার ফজলি, ক্ষীরশাপাত, মোহনা, রাজভোগ, আমরা মল্লিকা, ল্যাংড়া, রুপালি, গোপালভোগসহ অন্যান্য জাতের আম চাষ হচ্ছে এ উপজেলায়।

সফল আমচাষি মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল বলেন, ‘পুরোপুরিভাবে এখনো সব গাছে মুকুল আসেনি। কয়েক দিনের মধ্যেই সব গাছেই মুকুল আসবে। আমি এ আম থেকে অনেক টাকা আয় করেছি। আমি ৫ একর জমিতে এই আমের চাষ করেছি। আশা করি এবার বাম্পার ফলন হবে ইনশা আল্লাহ।’

ইউপি চেয়ারম্যানের মতো এবার রাজ্জাক, আনছার আলী, আমিনুর শেখ, ডাক্তার মোশারফ, জাহাঙ্গীর হোসেন, ডাক্তার আব্দুস ছাত্তার, আনিছসহ অনেকেই আমের বাগান তৈরি করেছেন।

তাঁরা জানান, এ বছর পোকার আক্রমণ কম থাকায় কাঙ্ক্ষিত ফলনের আশা করছেন চাষিরা। আমচাষিদের সুফল দেখে অন্য চাষিরা আম চাষে উৎসাহিত হয়েছেন। তাঁরা নিজ উদ্যোগে নতুন নতুন বাগান তৈরি করছেন। ধীরে ধীরে প্রতিটি উপজেলাজুড়ে সম্প্রসারিত হচ্ছে নতুন নতুন আমের বাগান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ জানান, কালীগঞ্জের আবহাওয়া ও মাটি আম চাষের উপযোগী। এ বছর আবহাওয়া অনুকূল থাকায় আমের উৎপাদন গত বছরের তুলনায় অনেক বেশি পাওয়ার আশা করা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাছে খুব একটা কীটনাশক প্রয়োগের প্রয়োজন নেই।

ইকবাল আরও জানান, তবে ছত্রাকজনিত রোগে আমের মুকুল-ফুলগুটি আক্রান্ত হতে পারে। এ ক্ষেত্রে ম্যানকোজেট গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলিমিটার মিশিয়ে স্প্রে করতে হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত