Ajker Patrika

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ০২
চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামী ও স্ত্রী চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তৃতীয় ধাপের এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়নের শ্রুতিধ্বর গ্রামের মো. ফরহাদ হোসেন এবং তাঁর স্ত্রী মোছা. শামীমা আকতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইউনিয়নের এলাকায় স্বামী-স্ত্রী প্রচার চালাচ্ছেন। তাঁরা ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন বলে জানা গেছে। স্বামী–স্ত্রীর একই পদে প্রার্থী হওয়ার বিষয়টি ওই ইউপির ভোটারদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে।

ওই ইউনয়নের বাসিন্দা ব্যবসায়ী মো. জামাল উদ্দিন বলেন, ‘ফরহাদ মাস্টার ও তাঁর স্ত্রী শামীমা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন শুনেছি। ১১ তারিখ বোঝা যাবে তাঁরা দুজনেই থাকবেন কিনা।’

আইরিন বেগম নামের এক ভোটার বলেন, ‘স্বামী-স্ত্রী ভোট করছেন শুনেছি। তবে স্বামী ফরহাদ হোসেন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করলেও তাঁর স্ত্রী শামিমাকে ভোট চাইতে দেখিনি।’

চেয়ারম্যান প্রার্থী মো. ফরহাদ হোসেন বলেন, ‘আমি পরপর দুবার চেয়ারম্যান নির্বাচন করেছি।’ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে ভোটারেরা তাঁকে নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি। স্ত্রীর প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বিকল্প প্রার্থী হিসেবে তিনি স্ত্রীকে প্রার্থী করিয়েছেন। এটি একধরনের নির্বাচনী কৌশল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত