ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা রেলস্টেশন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। রেলস্টেশনটির সৌন্দর্য গিলেছে বর্জ্যের স্তূপে। কন্টেইনার না থাকায় যেখানে সেখানে বর্জ্য ফেলায় সৌন্দর্যের পরিবর্তে রেলস্টেশনটিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। গন্ধে স্টেশনে ঢোকাই এখন দায়।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, রেলস্টেশনের টিকিট কাউন্টার ভবনের ২০০ গজ দূর থেকে শুরু করে প্ল্যাটফর্মের পুরাতন ভবন পর্যন্ত রাস্তার পশ্চিম-উত্তর পাশে বর্জ্যের স্তূপ। এখানে মানুষ শুধু বর্জ্য ফেলছে না, এলাকাটি উন্মুক্ত মূত্রাগারেও পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা বেওয়ারিশ কুকুর টেনে নিয়ে সেগুলো আশপাশের রাস্তায় ছড়াচ্ছে প্রতিনিয়ত।
রেলস্টেশন এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম তারিখ বলেন, ‘বর্জ্য ফেলার কোনো কন্টেইনার না থাকায় এখানে ফেলা হয়। এলাকার দোকানি ও এলাকাবাসীর বর্জ্য ফেলার কোনো ব্যবস্থা নেই এখানে। বিষয়টি একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে বলা হয়েছে, কিন্তু কাজ হয়নি।’
কবি সাইফুদ্দিন সাইফুল বলেন, ‘অনেক টাকা খরচ করে আধুনিকায়ন করা হয়েছে এ রেলস্টেশন। স্টেশনটিতে শুধু আন্তনগর না, ঢাকা-বেনাপোল, কলকাতাগামী ট্রেন থামে ও চলাচল করে। অথচ, বর্জ্যের ভাগাড়ে পরিণত হতে চলছে এলাকাটি। এমনকি রাতে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যায় স্থানটি ভুতুড়ে মনে হয়।’
ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা বলেন, ‘বিষয়টি আমি স্টেশন মাস্টারকে জানিয়েছি। খুব শিগগিরই রেলস্টেশনে বর্জ্য ফেলার কন্টেইনার দেওয়া হবে।’
যশোরের ঝিকরগাছা রেলস্টেশন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। রেলস্টেশনটির সৌন্দর্য গিলেছে বর্জ্যের স্তূপে। কন্টেইনার না থাকায় যেখানে সেখানে বর্জ্য ফেলায় সৌন্দর্যের পরিবর্তে রেলস্টেশনটিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। গন্ধে স্টেশনে ঢোকাই এখন দায়।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, রেলস্টেশনের টিকিট কাউন্টার ভবনের ২০০ গজ দূর থেকে শুরু করে প্ল্যাটফর্মের পুরাতন ভবন পর্যন্ত রাস্তার পশ্চিম-উত্তর পাশে বর্জ্যের স্তূপ। এখানে মানুষ শুধু বর্জ্য ফেলছে না, এলাকাটি উন্মুক্ত মূত্রাগারেও পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা বেওয়ারিশ কুকুর টেনে নিয়ে সেগুলো আশপাশের রাস্তায় ছড়াচ্ছে প্রতিনিয়ত।
রেলস্টেশন এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম তারিখ বলেন, ‘বর্জ্য ফেলার কোনো কন্টেইনার না থাকায় এখানে ফেলা হয়। এলাকার দোকানি ও এলাকাবাসীর বর্জ্য ফেলার কোনো ব্যবস্থা নেই এখানে। বিষয়টি একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে বলা হয়েছে, কিন্তু কাজ হয়নি।’
কবি সাইফুদ্দিন সাইফুল বলেন, ‘অনেক টাকা খরচ করে আধুনিকায়ন করা হয়েছে এ রেলস্টেশন। স্টেশনটিতে শুধু আন্তনগর না, ঢাকা-বেনাপোল, কলকাতাগামী ট্রেন থামে ও চলাচল করে। অথচ, বর্জ্যের ভাগাড়ে পরিণত হতে চলছে এলাকাটি। এমনকি রাতে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যায় স্থানটি ভুতুড়ে মনে হয়।’
ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা বলেন, ‘বিষয়টি আমি স্টেশন মাস্টারকে জানিয়েছি। খুব শিগগিরই রেলস্টেশনে বর্জ্য ফেলার কন্টেইনার দেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪