Ajker Patrika

রেলস্টেশন ঘিরে বর্জ্যের স্তূপ

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২০: ৪২
রেলস্টেশন ঘিরে বর্জ্যের স্তূপ

যশোরের ঝিকরগাছা রেলস্টেশন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। রেলস্টেশনটির সৌন্দর্য গিলেছে বর্জ্যের স্তূপে। কন্টেইনার না থাকায় যেখানে সেখানে বর্জ্য ফেলায় সৌন্দর্যের পরিবর্তে রেলস্টেশনটিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। গন্ধে স্টেশনে ঢোকাই এখন দায়।

গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, রেলস্টেশনের টিকিট কাউন্টার ভবনের ২০০ গজ দূর থেকে শুরু করে প্ল্যাটফর্মের পুরাতন ভবন পর্যন্ত রাস্তার পশ্চিম-উত্তর পাশে বর্জ্যের স্তূপ। এখানে মানুষ শুধু বর্জ্য ফেলছে না, এলাকাটি উন্মুক্ত মূত্রাগারেও পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা বেওয়ারিশ কুকুর টেনে নিয়ে সেগুলো আশপাশের রাস্তায় ছড়াচ্ছে প্রতিনিয়ত।

রেলস্টেশন এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম তারিখ বলেন, ‘বর্জ্য ফেলার কোনো কন্টেইনার না থাকায় এখানে ফেলা হয়। এলাকার দোকানি ও এলাকাবাসীর বর্জ্য ফেলার কোনো ব্যবস্থা নেই এখানে। বিষয়টি একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে বলা হয়েছে, কিন্তু কাজ হয়নি।’

কবি সাইফুদ্দিন সাইফুল বলেন, ‘অনেক টাকা খরচ করে আধুনিকায়ন করা হয়েছে এ রেলস্টেশন। স্টেশনটিতে শুধু আন্তনগর না, ঢাকা-বেনাপোল, কলকাতাগামী ট্রেন থামে ও চলাচল করে। অথচ, বর্জ্যের ভাগাড়ে পরিণত হতে চলছে এলাকাটি। এমনকি রাতে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যায় স্থানটি ভুতুড়ে মনে হয়।’

ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা বলেন, ‘বিষয়টি আমি স্টেশন মাস্টারকে জানিয়েছি। খুব শিগগিরই রেলস্টেশনে বর্জ্য ফেলার কন্টেইনার দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত