Ajker Patrika

পেট্রাপোল বন্দরে ধর্মঘট অচল বেনাপোল বন্দর

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০৮
পেট্রাপোল বন্দরে ধর্মঘট অচল বেনাপোল বন্দর

ভারতের পেট্রাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের জন্য গত সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নানাবিধ হয়রানির প্রতিবাদে গত শনিবার এ কর্মবিরতির ঘোষণা দিয়ে সোমবার থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছে স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, মোটর শ্রমিক ইউনিয়নসহ বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।

এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের শূন্য রেখায় পণ্য নিয়ে আটকা পড়েছে প্রায় দেড় হাজার ট্রাক। এসব পণ্যের মধ্যে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, অক্সিজেন, কেমিক্যাল, শিশুখাদ্যসহ পচনশীল বিভিন্ন পণ্য রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, কথায় কথায় ধর্মঘট ডেকে বাণিজ্য বন্ধ না করে, বিকল্প পন্থায় সমস্যা সমাধানের পথ বের করতে হবে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. মনিরুজ্জামান বলেন, চলমান সমস্যা সমাধানের মাধ্যমে যাতে দ্রুত বাণিজ্য চালু হয় সে বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত