Ajker Patrika

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৩
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়।

বাসদ সিলেট মহানগর শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মনজুর আহমদ, শফিকুল ইসলাম কাজল, হারুন মিয়া, ইয়াছিন আহমদ, পিন্টু জাদব, সুরুজ আলী, মানিক মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে চরম ব্যর্থ ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী। সরকার দেশের গোটা বাজার ব্যবস্থাকে নৈরাজ্যের মাঝে ঠেলে দিয়ে বাজার ব্যবস্থাকে সিন্ডিকেট-মুনাফাখোর ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে।

বক্তারা অবিলম্বে চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত