Ajker Patrika

কোরবানির টাকা দান করা যাবে কি

মুফতি খালিদ কাসেমি
কোরবানির টাকা দান করা যাবে কি

কোরবানি ইসলামের অন্যতম মৌলিক নিদর্শন। মদিনায় হিজরতের পর নবী (সা.) একবারের জন্যও কোরবানি করা বাদ দেননি। যে ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব, তার জন্য কোরবানি না করে কোরবানির টাকা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দেওয়া ইসলামি শরিয়তে বৈধ নয়। এভাবে কোরবানি আদায় হবে না। যদিও সে সদকা করার সওয়াব পাবে, তবে কোরবানি ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হবে।

কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত। আর গরিবদের সাহায্য করা আরেকটি ইবাদত। এক ইবাদত করতে গিয়ে অন্য ইবাদত ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই। কোরবানির দিনগুলোতে সামর্থ্যবান ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যার কাছে সাড়ে বায়ান্ন ভরি রুপা বা এর চেয়ে বেশি সমমূল্যের সম্পদ থাকে, সেই ব্যক্তি সামর্থ্যবান। তার ওপর কোরবানি করা ওয়াজিব। সদকা অন্য সময়েও করা যেতে পারে।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেন, ‘কোরবানির দিন আল্লাহর কাছে (কোরবানির পশুর) রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল নেই। কেয়ামতের দিন তা (জবাইকৃত পশু) শিং, পশম, ক্ষুরসহ আল্লাহর কাছে উপস্থিত হবে। কোরবানির (পশুর) রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব, তোমরা আনন্দিত মনে কোরবানি করো।’ (তিরমিজি)

অপর হাদিসে বর্ণিত আছে, নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের ধারেকাছেও না আসে।’ (ইবনে মাজাহ) 
উভয় হাদিস থেকে কোরবানি করার গুরুত্ব স্পষ্টভাবে বোঝা যায়। কারও ওপর কোরবানি ওয়াজিব হলে কোরবানি করাই আবশ্যক। কোরবানি না করে টাকা দান করলে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত