Ajker Patrika

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা জব্দ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬: ২৩
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা জব্দ

বরিশালের আগৈলঝাড়ায় প্রায় ২০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। গত বুধবার রাতে উপজেলা সদরের বাইপাস সড়কে কয়েকটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে জব্দ করা জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব ভ্যানচালকদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথভাবে জাটকাবিরোধী অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। পরে সেগুলা পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা, ফুল্লশ্রী নুর-এ মদিনা এতিমখানা, বাগধা মাদ্রাসা ও এতিমখানা, গৈলা ছোটমনি নিবাস, ঐচারমাঠ দোয়েল বালক-বালিকা হোস্টেল ও কয়েকজন ভ্যানচালকের মাঝে বিতরণ করা হয়। জাটকাবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত