Ajker Patrika

দগ্ধ আরও ৫ জনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১০: ২৪
দগ্ধ আরও ৫ জনের মৃত্যু

গত শুক্রবার ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে আরও পাঁচজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন রিপন শিকদার (৪০), মেহেদী হাসান (২৬), মোশারফ হোসেন রনি (২৭), শহীদ তালুকদার (৩৫) ও আশিক ইসলাম (৪০)। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঝালকাঠিতে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছিলেন। গতকাল পাঁচজন মারা গেছেন।

এর আগে শুক্রবার ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থানকারী তেলবাহী জাহাজের পাম্প রুমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান জাহাজের এক সুকানি। দগ্ধ সাতজনকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত