Ajker Patrika

সাংসদের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ

খান রফিক, বরিশাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ১৫
সাংসদের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ

বানারীপাড়ায় জমি লিখে নেওয়ার জন্য রতন ঘরামী নামে এক ব্যক্তিকে আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় রতনের স্বজনেরা গত সোমবার দিবাগত রাতে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। ঘটনার শিকার রতন ঘরামী অভিযোগ করেছেন, স্থানীয় সাংসদ মো. শাহে আলম তাঁরসহ ১২টি পরিবারের জমি দখলের জন্য ১৫ দিন ধরে চাপ দিচ্ছেন। তাঁর অনুসারীরাই গত সোমবার মধ্যরাতে তাঁকে আটকে রেখে অত্যাচার করেছেন।

এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে মঙ্গলবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বানারীপাড়ার উদয়কাঠী ইউনিয়নের পশ্চিম তেতলা গ্রামের বাসিন্দা রতন ঘরামী। তবে আওয়ামী লীগ দলীয় সাংসদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম এসব ঘটনাকে স্থানীয় আওয়ামী লীগের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে ঘটনার শিকার রতন ঘরামী অভিযোগ করেন, গত সোমবার রাত ১১টায় সাংসদ মো. শাহে আলমের ম্যানেজার আল আমিন, স্থানীয় মেম্বার ইব্রাহীম, তুহিন গাজী, ইলিয়াস খানসহ কয়েকজন তাঁর বাড়িতে এসে তাঁকে আটকে ১৫ কাঠা জমি সাংসদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেন। ১৫ দিন আগে সাংসদ তাঁকে বাসায় ডেকে নিয়ে বলেছিলেন এই জায়গায় একটি প্রজেক্ট করবেন। এতে রাজি না হওয়ায় তাঁর লোকজন কিছুদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন তাঁকেসহ স্থানীয় ১২টি পরিবারকে।

ওই ঘটনার জেরে মঙ্গলবার মধ্যরাতে সাংসদের অনুসারীরা তাঁকে আটকে রাখলে তাঁর (রতন) স্বজনরা ৯৯৯-এ ফোন দিয়ে সহযোগিতা চান। রাত ২টা ২০ মিনিটে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় পুলিশ তুহিন গাজী ও ইলিয়াস খানকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। রতন ঘরামী দাবি করেন, তিনি জীবন ও জমি দুটি নিয়েই ঝুঁকিতে আছেন। পুলিশ সহযোগিতা করছে না।

এক প্রশ্নের জবাবে ভুক্তভোগী রত্ন ঘরামী বলেন, স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাঁকে যা যা করা দরকার, তার ব্যবস্থা নিতে বলেছেন। তবে এটি তাঁদের (আওয়ামী লীগের) সাজানো নয়। সংবাদ সম্মেলনে সুমন ঘরামী ও সুমন রায় নামে রতনের দুই আত্মীয় উপস্থিত ছিলেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘রাতে ৯৯৯-এ ফোন আসছিল যে, রতন নামে একজনকে আটকে রাখা হয়েছে। পরে পুলিশ গেলে দেখা গেছে তাঁর ভাগনেসহ কয়েকজন জমিজমা নিয়ে কথা বলছেন। ঘটনাস্থল থেকে তুহিন গাজী ও ইলিয়াস খান নামের কাউকে থানায় আনা হয়নি। তাঁদের বলা হয়েছিল অভিযোগ দিতে, কিন্তু দেয়নি।’

জানতে চাইলে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাংসদ মো. শাহে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুনলাম একটি গ্রুপ আমার উন্নয়ন কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করতে মিথ্যা কথা ছড়াচ্ছে। সুমন ঘরামীর জমি কি দখল করে নিয়েছি, লিখিয়ে নিয়েছি! ওকে দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লোকজন সাজিয়ে সংবাদ সম্মেলন করিয়েছে। টাকা বিলিয়েছে।’ এর কারণ হিসেবে সাংসদ বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসছে। তাই স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ উন্নয়ন বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে।’ এটা পুরোটাই ষড়যন্ত্র বলে সাংসদ শাহে আলম দাবি করেন। তবে তিনি স্বীকার করেন, আল আমিন তাঁর বাড়িতে কাজ করে।

উদয়কাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন বলেন, ‘আমি সকালে শুনেছি ঘটনা। ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ইব্রাহীম জানিয়েছেন, লবণসারা পুলিশ তদন্তকেন্দ্রে দুজনকে আটক করে এনেছে পুলিশ। জমি নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি।’

এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ছানা বলেছেন, ‘ঘটনাটি আমি শুনেছি। দেখেন কিছু করতে পারেন কি না পরিবারটির জন্য।’ স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে সাংসদের অভিযোগ প্রসঙ্গে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কেন করবে। তাদের কী দায় পড়ছে? ওনার সম্পর্কে (সাংসদ) আপনারা খোঁজখবর নেন। আওয়ামী লীগ এর সঙ্গে জড়িত নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

ফরিদপুরে বিএনপির সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ভিডিও ভাইরাল

বেতনের টাকায় সব গাড়ি কোম্পানি, এমনকি দেশও কিনতে পারবেন ইলন মাস্ক

মাথায় হেলমেট নেই চালকের, এক লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ