Ajker Patrika

আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী কারাগারে

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ৩৮
আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী কারাগারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাকসহ ১৩ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন নোয়াখালীর ম্যাজিস্ট্রেট আদালত।

গতকাল মঙ্গলবার বিকেলে চারটি মামলায় ৭৬ জন নেতা-কর্মী নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোছলেহ্ উদ্দিন মিজানের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের মধ্যে ১৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তাঁরা সবাই কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারী।

আসামিরা তিনটি বিস্ফোরক ও একটি পেনাল কোডের মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। এ জামিনের মেয়াদান্তে গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে ৭৬ জন আসামির মধ্যে ১৩ জনের জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের কারাগারে পাঠান।

চরএলাহী ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক ছাড়া ১৩ জনের মধ্যে অন্য নেতারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদুল হক কচি, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ হোসেন রবেন্স, চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, শাহীনসহ আটজন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত