খান রফিক, বরিশাল
শীতের শুরুতেই বরিশালে ধুম পড়েছে ব্যাডমিন্টন খেলার। নগরীর অলিগলিতে তরুণেরা রাত নামলেই খেলায় মেতে ওঠে। কোথাও আবার খেলা উপলক্ষে চলে মিনি পিকনিকের আসর। কিন্তু খেলার ছলে এই নগর এবং উপকণ্ঠের অর্ধশত স্পটে যে মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে, তা দেখার কেউ নেই। কেননা ব্যাডমিন্টন খেলায় মাঠে যে আলোর দরকার, এর সংযোগ দেওয়া হচ্ছে সড়কের বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ এবং বিপজ্জনকভাবে। বিদ্যুতের এ সংযোগ রাতদিন মাঠে ফেলে রাখায় একদিকে যেমন মৃত্যু ঝুঁকি, অপর দিকে অপচয় হচ্ছে বিদ্যুতের। বিদ্যুৎ বিভাগ দাবি করেছে, স্থানীয় রাজনৈতিক প্রভাবে বিদ্যুৎ নিয়ে অবৈধ এ কর্মকাণ্ড রোধ করা যাচ্ছে না।
গত ১১ অক্টোবর রাতে বরিশালের মেহেন্দীগঞ্জে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুই বন্ধু সাকিল মাঝি ও অপু মৃধা নামে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু ঘটে। উপজেলার চর এককুরিয়া ইউপির উত্তরচর গ্রামে এ ঘটনা ঘটে। এমন মৃত্যু ঝুঁকি এখন নগরীর অহরহ এলাকায়।
গোড়াচাঁদ দাস রোড মাউশি কার্যালয়ের সামনের মাঠে গত এক সপ্তাহ থেকে দেখা গেছে তরুণদের রাতে ব্যাডমিন্টন খেলতে। এ জন্য তারা রাস্তার পাশের বিদ্যুতের খাম্বায় তারের হুক বেঁধে সংযোগ এনেছেন। ওই তারের সংযোগ দিনেও দেখা গেছে পাশে পড়ে থাকতে। নগরীর হার্ট ফাউন্ডেশনের সামনের মাঠে বিদ্যুতের তার ঝুলে আছে। দিনের বেলাও সেখানে একদল তরুণ ক্রিকেট খেলছে। অদূরে মেরিডিয়ান চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের পাশের পরিত্যক্ত মাঠে একইভাবে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাডমিন্টন খেলা চলছে।
নগরীর হাতেম আলী কলেজ, নিউ সার্কুলার রোড গাজী বাড়ি মসজিদের পাশে, বাংলাবাজার, নবগ্রাম রোড, জিয়া সড়ক, লুৎফুর রহমান সড়ক, হাসপাতাল রোড অমৃত লাল দে কিন্ডার গার্টন সংলগ্ন, পপুলার হাই স্কুল সংলগ্ন সড়কের পাশে, তালতলি এলাকায় রাত ১১ টা-১২টা পর্যন্ত চলে ব্যাডমিন্টনের আসর।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ব্যাডমিন্টন খেলার মাঠে সাধারণত ২০০ ওয়াটের ৪টি করে দুই পাশে ৮টি বাল্ব স্থাপন করা হয়। ২০০ ওয়াটের একটি বাল্বে এক ঘণ্টায় প্রায় দেড় ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়। তাহলে ৮টি বাল্বে ঘণ্টায় বিদ্যুৎ ব্যয় হয় ১২ ইউনিট। মাঠে দৈনিক কমপক্ষে ৪ ঘণ্টা খেলা চললেও বিদ্যুৎ ব্যয় হয় ৪৮ ইউনিট।
সূত্র জানায়, বাসাবাড়িতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ৩০ পয়সা। তাহলে নগরীর যে কোনো একটি ব্যাডমিন্টন খেলার মাঠে বিদ্যুৎ অপচয় হয় দৈনিক ২৫৪ টাকা। সে অনুযায়ী প্রায় ৫০টি ব্যাডমিন্টন খেলার মাঠে দৈনিক বিদ্যুৎ অপচয় হয় প্রায় সাড়ে ১২ হাজার টাকা।
নগরীর নতুন বাজার ফিডার ইনচার্জ সহকারী প্রকৌশলী সেলিম হাসান চৌধুরী বলেন, যুবকেরা নিজেরাই বাঁশ দিয়ে হুকের সাহায্যে রাস্তার পাশের বিদ্যুতের লাইনের সঙ্গে সংযোগ দিয়ে নেন। কোনো কোনো স্থানে সারা রাত ওই তার ঝুলতে থাকে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে অনেক জায়গায় মারাও যায়। এই অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে বাধা দেওয়া যায় না। কেননা এ ক্ষেত্রে রাজনৈতিক কিংবা স্থানীয় প্রভাব জড়িয়ে যায়। সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের প্রতিরোধের মুখে পড়তে হতে পারে।
সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন সিঅ্যান্ডবি ফিডার ও কাশিপুর বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও ফোন ধরেননি। গ্রাহকদের অভিযোগ, কোনো এলাকায় রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলেও ফিডার ইনচার্জরা ফোন ধরেন না।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বরিশালের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, তিনি এখন ব্যস্ত, পরে কথা বলবেন। অপরদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বরিশালের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, তিনি এ বিষয়ে অফিসে এলে কথা বলবেন।
সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, ‘পাড়া মহল্লায় খেলাধুলার চর্চা থাকা বেশ ভালো লক্ষণ। কিন্তু আমাদের খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। তরুণদের জীবন ঝুঁকি মোকাবিলায় জনপ্রতিনিধিদের এলাকায় এলাকায় নিরাপদ সংযোগ করে দেওয়া যেতে পারে।’
শীতের শুরুতেই বরিশালে ধুম পড়েছে ব্যাডমিন্টন খেলার। নগরীর অলিগলিতে তরুণেরা রাত নামলেই খেলায় মেতে ওঠে। কোথাও আবার খেলা উপলক্ষে চলে মিনি পিকনিকের আসর। কিন্তু খেলার ছলে এই নগর এবং উপকণ্ঠের অর্ধশত স্পটে যে মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে, তা দেখার কেউ নেই। কেননা ব্যাডমিন্টন খেলায় মাঠে যে আলোর দরকার, এর সংযোগ দেওয়া হচ্ছে সড়কের বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ এবং বিপজ্জনকভাবে। বিদ্যুতের এ সংযোগ রাতদিন মাঠে ফেলে রাখায় একদিকে যেমন মৃত্যু ঝুঁকি, অপর দিকে অপচয় হচ্ছে বিদ্যুতের। বিদ্যুৎ বিভাগ দাবি করেছে, স্থানীয় রাজনৈতিক প্রভাবে বিদ্যুৎ নিয়ে অবৈধ এ কর্মকাণ্ড রোধ করা যাচ্ছে না।
গত ১১ অক্টোবর রাতে বরিশালের মেহেন্দীগঞ্জে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুই বন্ধু সাকিল মাঝি ও অপু মৃধা নামে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু ঘটে। উপজেলার চর এককুরিয়া ইউপির উত্তরচর গ্রামে এ ঘটনা ঘটে। এমন মৃত্যু ঝুঁকি এখন নগরীর অহরহ এলাকায়।
গোড়াচাঁদ দাস রোড মাউশি কার্যালয়ের সামনের মাঠে গত এক সপ্তাহ থেকে দেখা গেছে তরুণদের রাতে ব্যাডমিন্টন খেলতে। এ জন্য তারা রাস্তার পাশের বিদ্যুতের খাম্বায় তারের হুক বেঁধে সংযোগ এনেছেন। ওই তারের সংযোগ দিনেও দেখা গেছে পাশে পড়ে থাকতে। নগরীর হার্ট ফাউন্ডেশনের সামনের মাঠে বিদ্যুতের তার ঝুলে আছে। দিনের বেলাও সেখানে একদল তরুণ ক্রিকেট খেলছে। অদূরে মেরিডিয়ান চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের পাশের পরিত্যক্ত মাঠে একইভাবে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাডমিন্টন খেলা চলছে।
নগরীর হাতেম আলী কলেজ, নিউ সার্কুলার রোড গাজী বাড়ি মসজিদের পাশে, বাংলাবাজার, নবগ্রাম রোড, জিয়া সড়ক, লুৎফুর রহমান সড়ক, হাসপাতাল রোড অমৃত লাল দে কিন্ডার গার্টন সংলগ্ন, পপুলার হাই স্কুল সংলগ্ন সড়কের পাশে, তালতলি এলাকায় রাত ১১ টা-১২টা পর্যন্ত চলে ব্যাডমিন্টনের আসর।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ব্যাডমিন্টন খেলার মাঠে সাধারণত ২০০ ওয়াটের ৪টি করে দুই পাশে ৮টি বাল্ব স্থাপন করা হয়। ২০০ ওয়াটের একটি বাল্বে এক ঘণ্টায় প্রায় দেড় ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়। তাহলে ৮টি বাল্বে ঘণ্টায় বিদ্যুৎ ব্যয় হয় ১২ ইউনিট। মাঠে দৈনিক কমপক্ষে ৪ ঘণ্টা খেলা চললেও বিদ্যুৎ ব্যয় হয় ৪৮ ইউনিট।
সূত্র জানায়, বাসাবাড়িতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ৩০ পয়সা। তাহলে নগরীর যে কোনো একটি ব্যাডমিন্টন খেলার মাঠে বিদ্যুৎ অপচয় হয় দৈনিক ২৫৪ টাকা। সে অনুযায়ী প্রায় ৫০টি ব্যাডমিন্টন খেলার মাঠে দৈনিক বিদ্যুৎ অপচয় হয় প্রায় সাড়ে ১২ হাজার টাকা।
নগরীর নতুন বাজার ফিডার ইনচার্জ সহকারী প্রকৌশলী সেলিম হাসান চৌধুরী বলেন, যুবকেরা নিজেরাই বাঁশ দিয়ে হুকের সাহায্যে রাস্তার পাশের বিদ্যুতের লাইনের সঙ্গে সংযোগ দিয়ে নেন। কোনো কোনো স্থানে সারা রাত ওই তার ঝুলতে থাকে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে অনেক জায়গায় মারাও যায়। এই অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে বাধা দেওয়া যায় না। কেননা এ ক্ষেত্রে রাজনৈতিক কিংবা স্থানীয় প্রভাব জড়িয়ে যায়। সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের প্রতিরোধের মুখে পড়তে হতে পারে।
সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন সিঅ্যান্ডবি ফিডার ও কাশিপুর বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও ফোন ধরেননি। গ্রাহকদের অভিযোগ, কোনো এলাকায় রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলেও ফিডার ইনচার্জরা ফোন ধরেন না।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বরিশালের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, তিনি এখন ব্যস্ত, পরে কথা বলবেন। অপরদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বরিশালের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, তিনি এ বিষয়ে অফিসে এলে কথা বলবেন।
সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, ‘পাড়া মহল্লায় খেলাধুলার চর্চা থাকা বেশ ভালো লক্ষণ। কিন্তু আমাদের খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। তরুণদের জীবন ঝুঁকি মোকাবিলায় জনপ্রতিনিধিদের এলাকায় এলাকায় নিরাপদ সংযোগ করে দেওয়া যেতে পারে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪