Ajker Patrika

যুবলীগ চেয়ারম্যানকে পথে পথে শুভেচ্ছা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ৪৬
যুবলীগ চেয়ারম্যানকে পথে পথে শুভেচ্ছা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ কেন্দ্রীয় নেতারা গতকাল সোমবার বরিশালে পৌঁছালে মহাসড়কের মোড়ে মোড়ে তাঁদের শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। পরশ পটুয়াখালীতে যুবলীগের সম্মেলনে অংশ নিয়ে আজ মঙ্গলবার বরগুনায় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

সকালে বরিশাল বিমানবন্দরে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গিরও ছিলেন।

বিমানবন্দর থেকে গাড়িতে করে যুবলীগের চেয়ারম্যান গন্তব্যে রওনা দেন। পথে মেয়র সাদিক অনুসারীরা তোরণ বানিয়ে মোড়ে মোড়ে ফুলেল শুভেচ্ছা জানান পরশকে। গাড়িবহর এ সময় ধীর গতিতে চলে।

এদিকে নগরীর রুপাতলীতে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের অনুসারীরাও শুভেচ্ছা জানান পরশকে। এ সময় যুবলীগ চেয়ারম্যান গাড়ির ওপর দাঁড়িয়ে হাত তুলে নেতা-কর্মীদের শুভেচ্ছায় সারা দেন। সঙ্গে থাকা সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলও নেতা-কর্মীদের উচ্ছ্বাসের জবাব দেন। এখানেও অপেক্ষা করেনি গাড়িবহর।

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন জানান, তাঁরা কেন্দ্রীয় নেতাদের পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, মহাসড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ করে কয়েক ধাপে সচল রেখেছেন। তাই যানজট তেমন হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...