Ajker Patrika

গোপালগঞ্জে জবি ছাত্রের আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ১৩
গোপালগঞ্জে জবি ছাত্রের আত্মহত্যা

গোপালগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র অমিতোষ হালদার আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি জবির গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

গত বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অমিতোষ গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটিকেলবাড়ি পূর্বপাড়া গ্রামের ভূপেন হালদারের ছেলে।

অমিতোষের পারিবারিক সূত্রে জানা গেছে, মাস খানেক আগে অমিতোষ ঢাকা থেকে বাড়িতে আসে। আগামী ৭ অক্টোবর তাঁর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার সকালেই তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা। এ জন্য সব প্রস্তুতিও ছিল।

কিন্তু সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে তাঁর ঘরের দরজায় তালাবদ্ধ দেখতে পায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরপাড়ে একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং ঝুলন্ত মরদেহ নামিয়ে আনেন। পরে তারা পুলিশে খবর দেন।

বৌলতলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মুকুল জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অমিতোষের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত