গনেশ দাস, বগুড়া
পুলিশের গতিবিধির ওপর নজরদারি করতে লাগানো হয়েছিল ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরাগুলো। ঘরে বসে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করতেন নাহিদ হোসেন ও তাঁর বড় ভাই সাজ্জাদুল হক নূর আর ঘরের বাইরে মাদক বিক্রি করতেন নাহিদের ভাবি আঁখি বেগম। এভাবেই ছয় মাস ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের কামারগাড়ি হাড্ডিপট্টি এলাকার সেই মাদক আস্তানায় অভিযান চালিয়ে অভিযুক্ত দেবর-ভাবিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়ার উপপরিদর্শক (এসআই) আবির হাসান। এ সময় জব্দ করা হয়েছে নেশাজাতীয় ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ছাড়া মাদকের আস্তানা থেকে জব্দ করা হয়েছে একটি সিসি ক্যামেরা মনিটর ও আস্তানার বাইরে থেকে ছয়টি সিসি ক্যামেরা।
গ্রেপ্তার দুজন হলেন আঁখি বেগম ও নাহিদ হোসেন। আঁখি কামারগাড়ি এলাকার সাজ্জাদুল হক নূরের স্ত্রী। নূরও এই কারবারের সঙ্গে জড়িত। এসআই আবির হাসান জানান, কামারগাড়ি হাড্ডিপট্টি এলাকায় রেলওয়ের জায়গা দখল করে একটি টিনশেড ঘর নির্মাণ করেন আঁখির স্বামী সাজ্জাদুল হক নূর। ঘরটির পাশেই আন্তজেলা বাস টার্মিনাল থাকায় সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আনাগোনাও বেশি। ঘরের আশপাশের বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয় ছয়টি সিসি ক্যামেরা। বাইরের লোকজন, বিশেষ করে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতে ক্যামেরাগুলো লাগানো হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হতো ঘরের বাইরে। ওই ঘরে তাঁরা তিনজনের কেউ রাতযাপন করতেন না। ঘরে প্রবেশের একটি বড় দরজা ছাড়াও পেছন দিকে ছিল পালানোর জন্য আরেকটি ছোট দরজা।
এসআই আবির হাসান আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কয়েক দিন ধরে মাদকের ক্রেতা সেজে এই আস্তানায় যাচ্ছিলেন। এরপর গতকাল বিকেলে পরিদর্শক ইব্রাহীম খানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযানে যায়। আগে থেকেই ছোট দরজায় অবস্থান নিয়েছিলেন দলটির অন্য সদস্যরা। এ সময় ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নাহিদ ও তাঁর ভাবি আঁখি। ফলে ধরা পড়ে যান দুজনেই। আঁখির স্বামী নূর সে সময় ঘরে ছিলেন না। এ ছাড়া ঘর থেকে সিসি ক্যামেরার মনিটর ও ঘরের বাইরে থেকে ছয়টি সিসি ক্যামেরা জব্দ করা হয়ে। গ্রেপ্তার দেবর-ভাবির নামে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানানো হয়।
পুলিশের গতিবিধির ওপর নজরদারি করতে লাগানো হয়েছিল ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরাগুলো। ঘরে বসে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করতেন নাহিদ হোসেন ও তাঁর বড় ভাই সাজ্জাদুল হক নূর আর ঘরের বাইরে মাদক বিক্রি করতেন নাহিদের ভাবি আঁখি বেগম। এভাবেই ছয় মাস ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের কামারগাড়ি হাড্ডিপট্টি এলাকার সেই মাদক আস্তানায় অভিযান চালিয়ে অভিযুক্ত দেবর-ভাবিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়ার উপপরিদর্শক (এসআই) আবির হাসান। এ সময় জব্দ করা হয়েছে নেশাজাতীয় ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ছাড়া মাদকের আস্তানা থেকে জব্দ করা হয়েছে একটি সিসি ক্যামেরা মনিটর ও আস্তানার বাইরে থেকে ছয়টি সিসি ক্যামেরা।
গ্রেপ্তার দুজন হলেন আঁখি বেগম ও নাহিদ হোসেন। আঁখি কামারগাড়ি এলাকার সাজ্জাদুল হক নূরের স্ত্রী। নূরও এই কারবারের সঙ্গে জড়িত। এসআই আবির হাসান জানান, কামারগাড়ি হাড্ডিপট্টি এলাকায় রেলওয়ের জায়গা দখল করে একটি টিনশেড ঘর নির্মাণ করেন আঁখির স্বামী সাজ্জাদুল হক নূর। ঘরটির পাশেই আন্তজেলা বাস টার্মিনাল থাকায় সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আনাগোনাও বেশি। ঘরের আশপাশের বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয় ছয়টি সিসি ক্যামেরা। বাইরের লোকজন, বিশেষ করে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতে ক্যামেরাগুলো লাগানো হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হতো ঘরের বাইরে। ওই ঘরে তাঁরা তিনজনের কেউ রাতযাপন করতেন না। ঘরে প্রবেশের একটি বড় দরজা ছাড়াও পেছন দিকে ছিল পালানোর জন্য আরেকটি ছোট দরজা।
এসআই আবির হাসান আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কয়েক দিন ধরে মাদকের ক্রেতা সেজে এই আস্তানায় যাচ্ছিলেন। এরপর গতকাল বিকেলে পরিদর্শক ইব্রাহীম খানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযানে যায়। আগে থেকেই ছোট দরজায় অবস্থান নিয়েছিলেন দলটির অন্য সদস্যরা। এ সময় ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নাহিদ ও তাঁর ভাবি আঁখি। ফলে ধরা পড়ে যান দুজনেই। আঁখির স্বামী নূর সে সময় ঘরে ছিলেন না। এ ছাড়া ঘর থেকে সিসি ক্যামেরার মনিটর ও ঘরের বাইরে থেকে ছয়টি সিসি ক্যামেরা জব্দ করা হয়ে। গ্রেপ্তার দেবর-ভাবির নামে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানানো হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫