বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পৌরসভায় মো. জসিম নামের এক ব্যক্তি বিরুদ্ধে সরকারি রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাঘাটা এলাকার এ ঘটনা ঘটে। রাস্তায় খুঁটি দেওয়ায় ওই এলাকায় বসবাসকারীরা দুর্ভোগে পড়েন।
এ ছাড়া অবৈধ দখল থেকে সরকারি রাস্তা উদ্ধারে পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অস্বীকার করে মো. জসিম বলেন, ‘আমাদের জায়গায় পৌরসভা অবৈধভাবে রাস্তা নির্মাণ করেছিল। তাই আমাদের জায়গা দখলে নিয়েছি।’
পৌরসভার কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাঘাটা এলাকার প্রভাবশালী জসিম ও তাঁর লোকজন পৌরসভার নির্মিত দীর্ঘদিনের পুরোনো ইটের রাস্তায় খুঁটি দিয়ে রাস্তা দখলের চেষ্টা করেন। এ খবর পেয়ে পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে যান। তাঁরা রাস্তা থেকে খুঁটি সরানোর অনুরোধ জানান। এ সময় তাঁরা পৌর কাউন্সিলরসহ কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে জানা যায়। তবে কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও স্থানীয়দের চাপে রাস্তা থেকে খুঁটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও গত শনিবার পর্যন্ত খুঁটি সরিয়ে নেননি বলে জানা গেছে। এতে ওই রাস্তায় চলাচল করা ১৫ পরিবার চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন।
ওই এলাকার বাসিন্দা জিয়াউল, মোহাম্মদ আলী ও শাহীন আক্তার। তাঁরা বলেন, দখলকারীরা রাস্তাটি নিজেদের দাবি করে তাঁদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তাঁদের চাহিদামতো টাকা না দেওয়ায় রাস্তায় খুঁটি দিয়ে চলাচলে বাধার সৃষ্টি করেন। মৌখিকভাবে কাউন্সিলকে জানানার পর কাজ না হওয়ায় পৌরসভার কাউন্সিলর ও কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর নাছির উদ্দিন বলেন, পৌরসভার অর্থায়নে সরকারি রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু জসিম ও তাঁর লোকেরা সে রাস্তায় অবৈধভাবে খুঁটি দিয়েছেন। বিষয়টি পৌরসভা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম বলেন, ‘পৌরসভার সরকারি রাস্তা দখল করে খুঁটি দিয়ে চলাচল বিঘ্ন করার অভিযোগ পেয়েছি। সেখানকার কয়েক পরিবার দুর্ভোগে পড়েছেন। তবে তাৎক্ষণিক পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেনি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। দ্রুত আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’
বান্দরবান পৌরসভায় মো. জসিম নামের এক ব্যক্তি বিরুদ্ধে সরকারি রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাঘাটা এলাকার এ ঘটনা ঘটে। রাস্তায় খুঁটি দেওয়ায় ওই এলাকায় বসবাসকারীরা দুর্ভোগে পড়েন।
এ ছাড়া অবৈধ দখল থেকে সরকারি রাস্তা উদ্ধারে পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অস্বীকার করে মো. জসিম বলেন, ‘আমাদের জায়গায় পৌরসভা অবৈধভাবে রাস্তা নির্মাণ করেছিল। তাই আমাদের জায়গা দখলে নিয়েছি।’
পৌরসভার কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাঘাটা এলাকার প্রভাবশালী জসিম ও তাঁর লোকজন পৌরসভার নির্মিত দীর্ঘদিনের পুরোনো ইটের রাস্তায় খুঁটি দিয়ে রাস্তা দখলের চেষ্টা করেন। এ খবর পেয়ে পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে যান। তাঁরা রাস্তা থেকে খুঁটি সরানোর অনুরোধ জানান। এ সময় তাঁরা পৌর কাউন্সিলরসহ কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে জানা যায়। তবে কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও স্থানীয়দের চাপে রাস্তা থেকে খুঁটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও গত শনিবার পর্যন্ত খুঁটি সরিয়ে নেননি বলে জানা গেছে। এতে ওই রাস্তায় চলাচল করা ১৫ পরিবার চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন।
ওই এলাকার বাসিন্দা জিয়াউল, মোহাম্মদ আলী ও শাহীন আক্তার। তাঁরা বলেন, দখলকারীরা রাস্তাটি নিজেদের দাবি করে তাঁদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তাঁদের চাহিদামতো টাকা না দেওয়ায় রাস্তায় খুঁটি দিয়ে চলাচলে বাধার সৃষ্টি করেন। মৌখিকভাবে কাউন্সিলকে জানানার পর কাজ না হওয়ায় পৌরসভার কাউন্সিলর ও কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর নাছির উদ্দিন বলেন, পৌরসভার অর্থায়নে সরকারি রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু জসিম ও তাঁর লোকেরা সে রাস্তায় অবৈধভাবে খুঁটি দিয়েছেন। বিষয়টি পৌরসভা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম বলেন, ‘পৌরসভার সরকারি রাস্তা দখল করে খুঁটি দিয়ে চলাচল বিঘ্ন করার অভিযোগ পেয়েছি। সেখানকার কয়েক পরিবার দুর্ভোগে পড়েছেন। তবে তাৎক্ষণিক পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেনি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। দ্রুত আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫