Ajker Patrika

জনবল ঘাটতি, ব্যাহত সেবা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
জনবল ঘাটতি, ব্যাহত সেবা

জনবলের অভাব প্রকট আকার ধারণ করেছে ২৫০ শয্যার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। হাসপাতালের জন্য নতুন ভবন নির্মাণ করা হলেও জনবলের ঘাটতিতে চালু করা যাচ্ছে না। পুরোনো ভবনেই খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এতে ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ বিশেষজ্ঞ চিকিৎসকের পদ বর্তমানে শূন্য রয়েছে। তাই মেডিকেল কর্মকর্তারা কোনোমতে বহির্বিভাগে আসা হাজারো রোগীকে সামলাচ্ছেন। জরুরি বিভাগে বেশির ভাগ চিকিৎসা দিচ্ছেন নার্সরা। তাঁদের সহযোগিতা করে আউটসোর্সিং করা কিছু লোক, আর সামান্য জটিলতা দেখলেই রোগীকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

হাসপাতালের ছয়জন সিনিয়র কনসালট্যান্টের মধ্যে পাঁচজনের পদ শূন্য রয়েছে। প্রতিষ্ঠাকাল থেকে নেই সিনিয়র কনসালট্যান্ট (নাক-কান-গলা)। চক্ষু বিভাগের কনসালট্যান্টের পদটিও রয়েছে শূন্য। সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও জুনিয়র কনসালট্যান্ট নেই; মেডিকেল অফিসার দিয়ে চালানো হচ্ছে এ বিভাগটি।

রেসিডেন্ট ফিজিশিয়ান বা রেসিডেন্ট সার্জনের ছয়টি পদের মধ্যে তিনটি শূন্য। নেই রেডিওগ্রাফি, ফিজিওগ্রাফি ও ফার্মাসিস্ট পদের জনবল। এ ছাড়া সদর হাসপাতালে ৯৪ জন নার্সের মধ্যে ৩২টি শূন্য পদ রয়েছে। ফিজিশিয়ান ৫৭ পদের ২৪টিই খালি। সাপোর্ট স্টাফের ২৭ পদের মধ্যে ১৩টি ফাঁকা। এ ছাড়া দারোয়ান, মালি, এমএলএসএস ও ইলেকট্রিশিয়ানের পদেও জনবল নেই এই হাসপাতালে। অপরিচ্ছন্নতা হাসপাতালের নিত্যদিনের চেহারা।

সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জনবল ঘাটতির পাশাপাশি হাসপাতালে রয়েছে দালালদের দৌরাত্ম্য। অ্যাম্বুলেন্স সেবা নিতেও ভোগান্তিতে পড়তে হয় রোগীর স্বজনদের। হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি দীর্ঘদিন ধরে অকেজো। ব্যক্তি-উদ্যোগে পরিচালিত অ্যাম্বুলেন্স হাসপাতালের অভ্যন্তরীণ ক্যাম্পাসেই দাঁড় করিয়ে রাখা হয়। রোগীর স্বজনেরা বাধ্য হন বেশি টাকায় সেই অ্যাম্বুলেন্স ভাড়া করতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য এক্স-রে, প্যাথলজিসহ যেসব যন্ত্রপাতি আছে সবগুলোই অ্যানালগ প্রকৃতির। হাসপাতালে আইসিইউ, সিসিইউ নেই। এ ছাড়া বেলা দুইটার পর থেকে আলট্রাসনোগ্রাম ও প্যাথলজি বিভাগ বন্ধ হয়ে যায়।

সন্তানকে নিয়ে হাসপাতালে আসা সাথী আক্তার বলেন, ‘ছেলের এক্স-রে করতে দিয়েছেন চিকিৎসক। আমাদের ইচ্ছা হাসপাতালেই এক্স-রে করাব; কিন্তু হাসপাতালের এক্স-রে মেশিন নষ্ট।’

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শাখাওয়াত হোসেন জানান, হাসপাতালটিতে সিনিয়র ও জুনিয়র সার্জারি কনসালট্যান্ট নেই।

সিভিল সার্জন মঞ্জুরুল আলম জানান, ‘২৫০ শয্যার জন্য জনবল ও অন্যান্য সাপোর্ট যেটা লাগে, আমরা সেটা পেয়ে গেছি। আমাদের ডাক্তাররা যোগদান করা শুরু করেছেন। অচিরেই নার্সরাও যোগদান করবেন। যেসব বিভাগে কনসালট্যান্ট নেই, সেগুলোতেও কনসালট্যান্টরা শিগগিরই চলে আসবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত