Ajker Patrika

সাড়া দিচ্ছেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩: ৫৯
সাড়া দিচ্ছেন রওশন এরশাদ

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের চেয়ে তিনি ভালো আছেন এবং সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য এবং রওশন পুত্র রাহাগির আল মাহি সাদ এরশাদ।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন রওশন এরশাদ। গত ১৪ আগস্ট থেকে এই হাসপাতালে ভর্তি আছেন তিনি। মাঝে কেবিনে আনা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আবারও আইসিইউতে নেওয়া হয়। প্রায়ই মাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাদ। শুক্রবারও হাসপাতালে গিয়ে মাকে দেখে এসেছেন, খোঁজ-খবর নিয়েছেন। বিকেলে সাদ এরশাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রতিদিনই হাসপাতালে আম্মুকে দেখতে যাই। আম্মুর সঙ্গে আজও (শুক্রবার) দেখা হয়েছে। তিনি দুর্বল আছেন। তবে রেসপন্স করেছেন। দুর্বলতার কারণে কথা বলতে না পারলেও মানুষকে চিনতে পারছেন।’

রওশনের শারীরিক অবস্থা প্রসঙ্গে সাদ জানান, ওনার (রওশন) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। বৃহস্পতিবার তিনি ঘুম থেকে উঠেছেন। আইসিইউতে আনার সময় অবস্থা বেশি খারাপ ছিল। এখন আস্তে আস্তে অবস্থা ভালো হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে রওশন এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রওশনের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানান জাপা চেয়ারম্যান জি এম কাদের। তিনি জানান, রওশন এরশাদ এখন অনেকটাই নিস্তেজ অবস্থায় আছেন। চিকিৎসকেরা ইতিবাচক মতামত দিলে তাঁকে বিদেশে নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

‘সি’ গ্রেডের গভর্নর খেতাব পেলেন ড. আহসান মনসুর

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
Loading...