Ajker Patrika

হঠাৎ বাস ধর্মঘটে পথে ভোগান্তি যাত্রীদের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১০: ২৬
হঠাৎ বাস ধর্মঘটে পথে ভোগান্তি যাত্রীদের

খুলনায় বিএনপির আজকের বিভাগীয় জনসমাবেশকে কেন্দ্র করে দুই দিনের পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পথের যাত্রীরা। সড়কে অবৈধভাবে চলা নছিমন, করিমন, মাহেন্দ্র, ইজিবাইক বন্ধের দাবিতে খুলনাসহ আশপাশের কয়েক জেলায় গতকাল শুক্রবার থেকে এই ধর্মঘট চলছে। এ কারণে অনেকে গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর থেকে খুলনাগামী বেসরকারি সংস্থার কর্মী হুমায়ুন কবিরকে তাঁর ছয় মাস ও ছয় বছর বয়সী দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে যশোর বাস টার্মিনালে বসে থাকতে দেখা যায়।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্র ও শনিবার ছুটি থাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে খুলনার কয়রায় গ্রামের বাড়ি যাচ্ছিলাম। যশোর টার্মিনালে এসে দেখি বাস চলাচল বন্ধ।

বাস না পাওয়ায় আর গ্রামের বাড়ি যাওয়া হলো না। তাই ফিরে যাচ্ছি।’

বিপ্লব বিশ্বাস নামের এক যাত্রী বলেন, ‘অভয়নগর থেকে সকালে সমাজসেবা অধিদপ্তরে চাকরির নিয়োগ পরীক্ষা দিতে যশোর শহরে এসেছি। পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য দুপুরে বাস টার্মিনালে এসে দেখি খুলনা রুটে কোনো বাস চলছে না। এখন ইজিবাইকে ভেঙে ভেঙে যেতে হলে ভাড়া লাগবে বাসের চেয়ে দুই-তিন গুণ বেশি। আবার তা পাওয়াও যাচ্ছে না।’

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে কথা হয় মো. আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি যাবেন যশোরে। বাস বন্ধ থাকায় থ্রি-হুইলারে তাঁকে যেতে হচ্ছে। তিনি বলেন, থ্রি-হুইলারে যশোরে যেতে অতিরিক্ত ৩০০ টাকা খরচ হবে।

সাতক্ষীরার শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে থাকা মিজানুর রহমান জানান, সাতক্ষীরায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁরা অপেক্ষমাণ। কিন্তু কোনো যানবাহনই পাচ্ছেন না।

ষাটোর্ধ্ব রিজিয়া বেগম জানান, মেয়ের অসুস্থতার খবর শুনে সকালে বাড়ি থেকে শ্যামনগর সদরে পৌঁছান তিনি। তবে ৩০ কিলোমিটার দূরবর্তী পারুলিয়ায় কোনো যানবাহন চলাচল না করায় বাড়ি থেকে মোটরসাইকেল আসার অপেক্ষায় রয়েছেন।

ঝিনাইদহ থেকে খুলনাগামী গড়াই পরিবহনের চালক তমাল ইসলাম বলেন, ‘ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত যাচ্ছি। খুলনায় বিএনপির সমাবেশের জন্য ধর্মঘটের কারণে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে আবার ফিরে আসতে হবে। তবে খুলনায় ধর্মঘটের কারণে যাত্রীর সংখ্যা অনেক কম।’

খুলনা-চুয়াডাঙ্গা লাইনের শাপলা পরিবহনের কাউন্টার মাস্টার সবদুল শেখ বলেন, ‘যশোর থেকে ১৬ রুটে বাস চলাচল করছে। শুধু যশোর থেকে খুলনায় বাস চলছে না।

বিএনপির সমাবেশের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।’

যশোর-খুলনা রুটের যশোর টার্মিনালের সময় নিয়ন্ত্রক মাছুম চৌধুরী বলেন, ‘বাস বন্ধ থাকায় অফিসে বসে মানুষের ভোগান্তি দেখছি। তবে আমাদের কিছু করার নেই।’

যশোর আন্তজেলা বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক পবিত্র কাপড়িয়া বলেন, ‘সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। খুলনার সমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে আমরা নিজেরাই খুলনাগামী সব রুটে বাস বন্ধ রেখেছি। এমনকি বিএনপির নেতা-কর্মীদেরও বাস ভাড়া দিচ্ছি না।’

যশোর জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক বলেন, ‘যশোরের কোনো বাস-মাইক্রোবাস আমাদের কাছে ভাড়া দিচ্ছে না। পরিবহন মালিক সমিতির নেতারা বলেছেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত