Ajker Patrika

ট্রাক্টর খাদে পড়ে চালকসহ নিহত ৩

মুরাদনগর প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১২: ৩৬
ট্রাক্টর খাদে পড়ে  চালকসহ নিহত ৩

‘হাসান আমার সঙ্গে চিটাং (চট্টগ্রাম) থাকত। গত ১৫ দিন আগে বউ বাচ্চা লইয়া আমার নিজ বাড়িতে চইলা আসে। আসার পর থাইক্কা ট্রাক্টরে কাজ করত। বাড়িতে ঘর না থাকায় পাশের বাড়ির আমার আত্মীয়ের ওখানে ছিল। আমার জীবনের সব জমানো টাকা দিয়া একমাত্র নাতি, পোলা আর পোলার বউয়ে থাকার জন্য একটা নতুন ঘর বানাইছিলাম। রবিবার দোয়া পড়াইয়া সেই ঘরে পোলা আর পোলার বউয়েরে দিয়া আমার চিটাং যাওয়ার কথা আছিল। আজগা সকালে হুনি আমার পোলাডা মইরা গেছে। অহন এই ঘরে কে থাকব?’

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মুরাদনগরে ট্রাক্টর খাদে পড়ে নিহত চালক হাসান মিয়ার (২৩) বাবা সহিদুল ইসলাম।

গতকাল শনিবার ভোর পৌনে ৬টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া-দড়িপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক্টর চালক হাসানের সঙ্গে থাকা আরও দুই শ্রমিকও নিহত হন।

নিহত অন্যরা হলেন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে বাবলু মিয়া ওরফে রাসেল ও বাবুল মিয়ার ছেলে টুটুল (২২)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮ টা) এ ঘটনায় আহত একমাত্র শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা এলাকার আশা মতি ইটভাটায় মালামাল পরিবহনের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে ট্রাক্টরটি ঘটনাস্থলের কাছে একটি মোড় পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় একজন লাফ দিয়ে খাদের দক্ষিণ পাশে পড়ে যায় আর বাকি তিনজনের ওপর ট্রাক্টরটি উল্টে পড়ে। বিকট শব্দে আশ পাশের মানুষ এসে ট্রাক্টরটির নিচ থেকে তাদের উদ্ধার করেন। ততক্ষণে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, লাশ উদ্ধারের পর সব আইনি প্রক্রিয়া শেষ করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত