Ajker Patrika

বরিশাল বিএনপির প্রথম সভাতেই হট্টগোল

খান রফিক, বরিশাল
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৩: ২৬
বরিশাল বিএনপির প্রথম সভাতেই হট্টগোল

কমিটি গঠনের মাত্র তিন দিনের মাথায় ঝামেলা বেধেছে বরিশালে জেলা (দক্ষিণ) বিএনপিতে। গত মঙ্গলবার রাতে দক্ষিণের আহ্বায়ক কমিটির প্রথম সভায় হট্টগোল হয়েছে। ওই সভায় দক্ষিণের আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টুর সঙ্গে সদস্যসচিব আকতার হোসেন মেবুলের তুমুল বাগ্‌বিতণ্ডা হয়। আহ্বায়ক কমিটির পরিচিতি সভার অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনকে অতিথি করা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। সদস্যসচিব মেবুল তাঁকে অতিথি করার ক্ষেত্রে বিরোধিতা করেন বলে জানা গেছে।

সভা শেষ হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে সাগর নামে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ ওঠে মেবুলের অনুসারীদের বিরুদ্ধে। দক্ষিণ জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু বলেন, হামলার সুরাহা না হওয়া পর্যন্ত স্থানীয় সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সভায় উপস্থিত বিএনপি নেতা মাহমুদ বিল্লাহ বলেন, আহ্বায়ক আগামী ২৮ জানুয়ারি নতুন কমিটির সবাইকে নিয়ে বসতে চেয়েছিলেন। এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিরিনকে রাখার প্রস্তাব দেন। এ নিয়ে আহ্বায়কের সঙ্গে সদস্যসচিবের কথা-কাটাকাটি হয়। সাগর প্রতিবাদ জানালে সদস্যসচিব তাঁর ওপরও চড়াও হন। পরে অফিসের নিচে মারধর করা হয় সাগরকে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাব্বির নেওয়াজ সাগর জানান, আহ্বায়কের সঙ্গে সদস্যসচিবের বাগ্‌বিতণ্ডা হয়েছে। পরে দলীয় কার্যালয়ের নিচে তাঁর ওপর রাত সাড়ে ৯টায় হামলা করে একটি গ্রুপ। হামলাকারীদের মধ্যে কোতোয়ালি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাদের ও বিএনপির সদস্যসচিব মেবুলের গাড়িচালক সোহেল ছিলেন।

আব্দুল কাদের বলেন, ‘সাগর কে, আমি তাঁকে চিনিই না। আমাকে নিয়ে চক্রান্ত করতে চায় একটি গ্রুপ। তারা হয়তো অপপ্রচার করছে।’ তিনি জানান, সদস্যসচিবের গাড়িচালাক মারামারিতে ছিল কি না, তা তাঁর জানা নেই।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু জানান, হামলার ঘটনায় ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণ বিএনপির স্থানীয় সব কার্যক্রম স্থগিত করেছেন। তিনি স্বীকার করেন, পরিচিতি সভার অনুষ্ঠানে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে অতিথি করার প্রস্তাব রাখলে সদস্যসচিব মেবুল এর বিরোধিতা করে বলেন, ‘শিরিন কে, কেন অতিথি থাকবে।’ আহ্বায়ক নান্নু আরও জানান সাগরের ওপর হামলার ঘটনা কেন্দ্রকে অবহিত করেছেন।

আকতার হোসেন মেবুল জানান, সাগরকে মারধরের ঘটনা তাঁর জানা নেই। এখন বিএনপিতে অনেক শত্রু। দলীয় কার্যালয় থেকে বের হলে কে কার ওপর হামলা করল তা বোঝা কঠিন। আহ্বায়ক কী বলে জানা নেই। মেবুল বলেন, ‘পরিচিতি সভায় শিরিনকে রাখার ব্যাপারে আমার আপত্তি নেই।’

বিলকিস জাহান শিরিন বলেন, মঙ্গলবারের সভায় অপ্রীতিকর কিছু একটা হয়েছে বলেই সাগরের ওপর হামলা হয়েছে। সাংগঠনিকভাবে তিনি বিষয়টি দেখবেন। কেন না, দলে শৃঙ্খলা থাকা দরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

ফরিদপুরে বিএনপির সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ভিডিও ভাইরাল

বেতনের টাকায় সব গাড়ি কোম্পানি, এমনকি দেশও কিনতে পারবেন ইলন মাস্ক

মাথায় হেলমেট নেই চালকের, এক লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ