Ajker Patrika

বালকে বোয়ালমারী বালিকায় সদর চ্যাম্পিয়ন

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ৩৮
বালকে বোয়ালমারী বালিকায় সদর  চ্যাম্পিয়ন

ফরিদপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব–১৯ (বালক-বালিকা) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে এ খেলা হয়। বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালমারী এবং বালিকা গ্রুপ ফরিদপুর সদর উপজেলা।

বালক গ্রুপে বোয়ালমারী উপজেলা সদরকে ৩৪-১৯ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া বালিকা গ্রুপে সদর উপজেলা ২৭-১৫ পয়েন্টে চরভদ্রাসন উপজেলাকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।

সংক্ষিপ্ত বক্তব্যে ডিসি এই টুর্নামেন্টের আয়োজন করায় জেলা পুলিশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতা থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। এখান থেকেই জাতীয় দলে ফরিদপুরের খেলোয়াড়রা নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।

টুর্নামেন্ট কমিটির সভাপতি ও অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, টুর্নামেন্টের স্পনসর করিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া প্রমুখ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ১০ হাজার টাকা ও ট্রফি লাভ করে। অন্যদিকে রানার্সআপ দল ৬ হাজার টাকা এবং ট্রফি পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত