Ajker Patrika

৩ চাকার যানে সড়কে ভজকট

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০: ০৯
৩ চাকার যানে সড়কে ভজকট

যানজট সমস্যা বেলকুচি উপজেলার আঞ্চলিক সড়কগুলোর দীর্ঘদিনের। সড়কজুড়ে তিন চাকার যানবাহনে সয়লাব। এলোমেলোভাবে পার্কিং। নেই কোনো স্ট্যান্ড। অনিয়ন্ত্রিত যানবাহন বৃদ্ধিসহ নানা কারণে দিনের পর দিন যানজট সমস্যা প্রকোপ আকার ধারণ করছে। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে এ উপজেলার চার লক্ষাধিক মানুষ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, যানবাহনের স্ট্যান্ড না থাকায় যানজট সৃষ্টি হচ্ছে। স্ট্যান্ডের জন্য খাসজমি খোঁজা অব্যাহত আছে। স্ট্যান্ডে নির্মাণ করা হলে যানজট সমস্যা অনেকটাই নিরসন হবে বলে তাঁদের আশা।

উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, যানজট সমস্যা সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে (সিরাজগঞ্জ-এনায়েতপুর) আঞ্চলিক সড়কের চালা বাসস্ট্যান্ড থেকে বেলকুচি সরকারি কলেজ গেট পর্যন্ত।

প্রতিনিয়ত এ সড়ক দিয়ে যাতায়াত করে ১০-১৫টি অ্যাম্বুলেন্স। সেই সঙ্গে শিশুখাদ্য পরিবহনকারী ট্রাক, আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত শতাধিক লরি। পাশাপাশি আছে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা। যানজটের কারণে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে পরিবহনগুলো। ফলে সঠিক সময়ে এসব পরিবহন গন্তব্যে পৌঁছাতে পারছে না।

বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকায় সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারি না। এশিয়ার মধ্যে সর্ববৃহৎ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে যেতে হয় এ সড়ক ব্যবহার করে। কিন্তু অ্যাম্বুলেন্স পৌর এলাকার মুকুন্দগাঁতি এসে দীর্ঘ জ্যামে আটকে থাকে। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজালেও এটি পার করে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এ নিয়ে অনেক লেখালেখি হলেও কেউ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। যার কারণে এই সমস্যার সমাধানও হচ্ছে না। জানি না, কোন দিন এ সমস্যার সমাধান হবে।’

শেরনগর গ্রামের বাসিন্দা ও উপজেলা মৎস্য পরিদর্শক কর্মকর্তা রানা সরকার জানান, বাসা থেকে অফিসে যেতে ১০ মিনিট সময় লাগে। কিন্তু মুকুন্দগাঁতি এলাকায় জ্যামের কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হয়। অফিসে যেতে সময় লেগে যায় ৪০ মিনিট। এই যানজট নিরসন করা করার জন্য দ্রুত কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া দরকার।

পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, ‘এ আঞ্চলিক সড়কের যানজট নিরসন করতে হলে আমাদের অবশ্যই সিএনজিচালিত অটোরিকশা ও বাসের জন্য স্ট্যান্ড করে দিতে হবে। তবে এর জন্য আমার পৌরসভা থেকে একটি উদ্যোগ নিলেও নানা সমস্যার কারণে তা বন্ধ আছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, ‘যানবাহনের জন্য স্ট্যান্ডের ব্যবস্থা না থাকায় যানজট সৃষ্টি হচ্ছে। আমরা স্ট্যান্ড করার জন্য খাসজমি খুঁজছি। আঞ্চলিক সড়কের পাশে যেসব জায়গা রয়েছে, সেসব জায়গা সড়ক ও জনপদের এবং পানি উন্নয়ন বোর্ডের। যার কারণ সম্ভব হচ্ছে না। তবে স্ট্যান্ড নির্মাণের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত