Ajker Patrika

প্রতিবাদ করায় মসজিদ কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ৪৭
প্রতিবাদ করায় মসজিদ কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন উপলক্ষে (৩১ ডিসেম্বর রাত) মসজিদের সামনে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় এক মসজিদ কমিটির সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের মহিলা কলেজ সড়কের লিচু তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরিফ হাসান (৩৮) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পৌর এলাকার সুমিরদিয়া স্কুলপাড়ার মৃত আমানত আলীর ছেলে ও সুমিরদিয়া স্কুলপাড়া জামে মসজিদের সভাপতি।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর আসরের আজানের সময় স্কুলপাড়া মসজিদের সামনে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন কেদারগঞ্জপাড়ার আকবার আলীর ছেলে শরিফুল ওরফে ছোটনসহ বেশ কয়েকজন যুবক। মসজিদ কমিটির সভাপতি আরিফ হাসানসহ কমিটির সদস্যরা তাঁদের আজানের সময় গান বাজাতে নিষেধ করেন। এ সময় কমিটির সদস্যদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে উভয় পক্ষ সদর থানায় পাল্টা-পাল্টাপাল্টি অভিযোগ করেন। পরদিন বিষয়টি মীমাংসা করে দেয় পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন আরিফ হাসান বলেন, ‘প্রতিদিনের ন্যায় শনিবার রাত সাড়ে ৯র দিকে আমার বিকাশের দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলাম। চুয়াডাঙ্গা মহিলা কলেজের অদূরে ফিরোজ রোডের লিচু গাছের নিকটে পৌঁছালে পেছন থেকে ছোটন আমাকে ডাকতে থাকে। এ সময় আমি সাইকেল না থামিয়ে বাড়ির দিকে এগোতে থাকলে পেছন থেকে সে দৌড়ে এসে আমার পিঠে একটি কোপ মারে। আমি ভয় পেয়ে আরও দ্রুত সাইকেল চালানো চেষ্টা করলে ছোটন ও তার সঙ্গী মিলে দৌড়াতে দৌড়াতে আমার পিঠে কোপ মারতে থাকে। এ সময় আমি রাস্তার পাশের একটি বালুর স্তূপে পড়ে গেলে তারা আমার মাথায় ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমি প্রাণভয়ে চিৎকার করলে স্থানী কয়েকজন চিৎকার করতে করতে ছুটে এলে ওরা দুজনেই পালিয়ে যায়। আমার সঙ্গে একটি ব্যাগে দোকানের তিন লাখ টাকা ছিল। ওরা পালানোর সময় সেই টাকার ব্যাগ নিয়ে গেছে।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরব হোসেন বলেন, আরিফের পিঠে, মাথায়, হাতে ও পায়ে জখমের চিহ্ন পেয়েছি। তাঁর ক্ষতস্থানে ৬০ টির অধিক সেলাই দেওয়া হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত