Ajker Patrika

ভিডিও দিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১১
ভিডিও দিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেল,   যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিয়ের প্রলোভনে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও হাতিয়ে নিয়ে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগে মাহমুদ মুন্না নামের (২৫) এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল সোমবার দুপুরে ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত রোববার রাতে বগুড়ার শেরপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন, দুটি সিম ও ১৬জিবি এসডি কার্ড জব্দ করা হয়।

মুন্না শেরপুর উপজেলার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।

ডিবি পুলিশ জানায়, মুন্না শেরপুর উপজেলার একটি মোবাইল টেলিকমের দোকানে ওই গৃহবধূকে প্রথম দেখতে পান। পরে গৃহবধূর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথা বলা শুরু করেন। একপর্যায়ে মুন্না বিয়ের প্রলোভন দিয়ে গৃহবধূকে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে আসতে বলেন। তাঁর কথা অনুযায়ী গৃহবধূ ওই অবস্থাতেই ভিডিও কলে আসেন। এ সময় মুন্না গৃহবধূর আপত্তিকর ভিডিও রেকর্ড করে রাখেন। পরবর্তীতে বিভিন্ন কারণে ওই গৃহবধূর সঙ্গে মুন্নার সম্পর্কের অবনতি হয়। এতে মুন্না ক্ষিপ্ত হয়ে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন। এমন পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। মুন্নার মোবাইল ফোন বিশ্লেষণে একাধিক মেয়ের কাছ থেকে আপত্তিকর ছবি সংগ্রহের প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে বগুড়া শেরপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত