Ajker Patrika

টিসিবির পণ্যসামগ্রী কিনতে বিশৃঙ্খল পরিস্থিতি পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৫: ২৩
টিসিবির পণ্যসামগ্রী কিনতে বিশৃঙ্খল পরিস্থিতি পঞ্চগড়ে

পঞ্চগড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিতে হুড়োহুড়ি করছেন উপকারভোগীরা। সময়মতো পণ্য সরবরাহ করা হলেও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পণ্য বিতরণে অনেক সময় লেগে যাচ্ছে।

গতকাল বুধবার সকাল থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে টিসিবির পণ্য সরবরাহ শুরু হয়। এ সময় কায়েতপাড়া গ্রামের দেবারু মোহাম্মদ, হালিমা বেগম ও সাহেরা বেওয়া জানান, সকাল ৯টা থেকে তাঁরা তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর মালামাল কিনতে পেরেছেন। কেউ কারও কথা শোনে না, জোর করে লাইনে দাঁড়িয়ে অনেকে মালামাল নেওয়ার চেষ্টা করছেন।

সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স তাপশী হাসকিং মিলের ডিলার কমলেশ চন্দ্র বলেন, ‘প্রশাসনের সার্বিক সহায়তায় আমরা সঠিকভাবেই মালামাল সরবরাহ করার চেষ্টা করছি, কিন্তু সুবিধাভোগীদের হুড়োহুড়ির কারণে নানান সমস্যায় পড়তে হচ্ছে, এতে সরবরাহকাজের ব্যাঘাত ঘটছে।’

পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী বলেন, ‘ডিলারদের সরবরাহ কাজে সহায়তা করার জন্যে পুলিশ কাজ করছে। কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই শৃঙ্খলার মধ্যে থাকতে চায় না। এ নিয়ে ছোটখাটো সমস্যা আমাদের সামলাতে হচ্ছে।’

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে জেলায় ৬৯ হাজার ৭৫ পরিবার পাবে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চার ধরনের খাদ্যপণ্য সরবরাহ করছে কার্ডধারী পরিবারের মধ্যে।

২০ মার্চ থেকে টিসিবির খাদ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দফায় এসব পণ্যের মধ্যে রয়েছে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি এবং দ্বিতীয় দফায় এর সঙ্গে যুক্ত হবে দুই কেজি ছোলা। টিসিবি প্রতি লিটার তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও চিনি ৫৫ টাকা কেজি দরে সরবরাহ করবে। রমজান মাসে নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক সাশ্রয় দিতে সরকার টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে সারা দেশের মতো জেলায় খাদ্যপণ্য বিক্রি শুরু করছে।

টিসিবির ১৬ জন ডিলারের মাধ্যমে ৫ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। যাতে কোনো অসুবিধা ছাড়াই সুবিধাভোগীদের কাছে ভর্তুকির এসব পণ্য পৌঁছায়। কবে কোথায় টিসিবির পণ্য সরবরাহ করা হবে, তা নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন প্রচার চালাচ্ছে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, তালিকাভুক্ত কার্ডধারীরা সঠিক মাপে এসব পণ্য পাবেন। ৩০ মার্চ পর্যন্ত প্রথম দফা পণ্য সরবরাহ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত