Ajker Patrika

কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৪২
কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর রংপুর বিভাগের ৮ জেলার ৬৭০টি কলেজের প্রায় ১ লাখ ১৫ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আট জেলায় ২০৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা শাখার কর্মকর্তারা জানান, এ বছর মোট পরীক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫৭ হাজার ৬৯৯ জন, ছাত্রী ৫৮ হাজার ৯৬ জন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৯১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থী ১০ হাজার ৫৬৭ জন ও জিপিএ উন্নয়ন ১৩৭ জন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার সবচেয়ে বেশি কেন্দ্র দিনাজপুর জেলায় ৪২টি। রংপুর জেলায় ৪০টি, গাইবান্ধায় ৩০, নীলফামারীতে ২৪, কুড়িগ্রামে ২৪, লালমনিরহাটে ১১, ঠাকুরগাঁওয়ে ২০ ও পঞ্চগড়ে ১২টি।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত