Ajker Patrika

‘নৌকার পক্ষেই কাজ করতে হবে’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ১১
‘নৌকার পক্ষেই কাজ করতে হবে’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যাঁকে নৌকা দেবেন, তাঁর পক্ষেই কাজ করতে হবে। ত্যাগী নেতারা নেত্রীর সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না।’ গত শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি ভার্চুয়ালি যোগ দেন। বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের উন্নয়নের ম্যাজিক। উন্নয়নের আরেকটি ম্যাজিক এ দেশের মানুষ। তারা কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে।’

সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর স্কুল মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সদস্য জাহিদুল আলম জাহিদ, সদস্য ডা. রাজিব সাহা, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, ‘সাংগঠনিক সব অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বড় ছবি ব্যবহার করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত