Ajker Patrika

বিজিবি-বিএসএফের ফুল-মিষ্টি বিনিময়

আখাউড়া প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫: ০৫
বিজিবি-বিএসএফের ফুল-মিষ্টি বিনিময়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে এ সিরিমনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে উপহার সামগ্রী দেওয়া হয়।

পরে বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন সাংবাদিকদের বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে অত্যন্ত বন্ধুভাবাপন্ন মনোভাব বিরাজ করছে এবং এটি বজায় থাকবে। আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।

বিএসএফের ১২০ ব্যাটালিয়নের কমান্ডার রত্নেশ কুমার বলেন, জয়েন্ট রিট্রিট আমাদের দুই দেশের বন্ধুত্বের নিদর্শন। সীমান্তে আমাদের যে সমস্যা আছে সেগুলো আমরা মিলেমিশে সমাধান করছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদের এ বন্ধুত্ব যেন অটুট থাকে।

এ সময় সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম ও বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ এবং বিজিবি-বিএসএফের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত