Ajker Patrika

‘শাস্তির খবরে’ শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৭
‘শাস্তির খবরে’ শিক্ষকের মৃত্যু

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনার অভিযোগে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ খবর স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। পরে স্ট্রোক করে মারা যান।

সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, আনোয়ার হোসেন মোর্শেদের বিরুদ্ধে তাঁর সহকর্মীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। সেই অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। তারই আলোকে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনছুর আলী চৌধুরী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। করোনাকালীন চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে এ কারণে স্ট্রোক করে তাঁর মৃত্যুর বিষয়টি দুঃখজনক।

জানা যায়, লক্ষ্মীপুরের পূর্ব চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহফুজুর রহমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২১ জানুয়ারি তিনি বিদ্যালয়ে যান। তখন সরকারি বিধিনিষেধ মেনে বিদ্যালয়ে মা সমাবেশ ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক সভা হচ্ছিল। এই সমাবেশকে সংবর্ধনা সভা বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনছুর আলী চৌধুরীর কাছে অভিযোগ করেন এক সহকারী শিক্ষক। এর ভিত্তিতে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

গত সোমবার বিকেলে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এ খবর শুনে রাতে ঢাকার একটি হাসপাতালে স্ট্রোক করে মারা যান তিনি।

প্রধান শিক্ষকের বড় ছেলে জামিল মাহমুদ বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কারণ দর্শানো ছাড়াই তড়িঘড়ি করে মিথ্যা ঘটনাকে সত্যি বানিয়ে তাঁর বাবাকে শাস্তি দেওয়া হয়। এ খবর স্বাভাবিকভাবে নিতে না পেরে তাঁর বাবা মারা যান।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নেতা জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারম্যানকে কোনো সংবর্ধনা দেওয়া হয়নি। এ ঘটনায় প্রধান শিক্ষককে শাস্তির বিষয়টি লজ্জাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত