Ajker Patrika

স্ত্রীকে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৫৫
স্ত্রীকে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল ইসলাম (৩৭) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, আসামি আজিজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জেসমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৩ সালে তাঁরা গোপনে বিয়ে করেন। বিয়ের পর আজিজুল ইসলামের পরিবার জেসমিনকে মেনে নেয়নি। একপর্যায়ে আজিজুলের পরিবার অকারণে জেসমিনের ওপর অত্যাচার শুরু করে। পরে স্বামী আজিজুল ইসলামও জেসমিন আক্তারের ওপর অত্যাচার শুরু করেন। এমন অবস্থায় বিয়ের প্রায় সাত-আট মাসের মাথায় স্বামী আজিজুল তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আক্তারকে নিজ ঘরে করে খুন করেন।

আদালত সূত্রে আরও জানা গেছে, হত্যাকাণ্ডের পর আজিজুলের ঘর থেকে কুমারখালী থানা-পুলিশ জেসমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহতের পিতা ও চর বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা রওশন আলী মালিথা বাদী হয়ে আজিজুল ইসলামসহ তাঁর পরিবারের ৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

৪ বিষয়ে সুরাহা চেয়ে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিলেন ৯ পোলিং এজেন্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত