Ajker Patrika

রঙিলা কিতাবে পরীমণির নায়ক মোস্তাফিজ নূর

রঙিলা কিতাবে পরীমণির নায়ক মোস্তাফিজ নূর

চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে ‘রঙিলা কিতাব’ নামের ওয়েব সিরিজ বানিয়েছেন নির্মাতা অনম বিশ্বাস। তবে এতে পরীমণির বিপরীতে কে অভিনয় করছেন, তা জানানো হয়নি এত দিন। গত বুধবার এক মোশন পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানা গেল সেই অভিনেতার নাম। পরীর বিপরীতে থাকছেন অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান। যাকে এর আগে ‘মহানগর’ এবং ‘কাইজার’-এর মতো জনপ্রিয় সিরিজে দেখা গেছে।

রঙিলা কিতাব তৈরি হয়েছে লেখক কিঙ্কর আহসানের একই নামের উপন্যাস অবলম্বনে। উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ২০১৫ সালে। সিরিজের গল্প বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে। বাবা হচ্ছে, এটা জানার পর সেই গ্যাংস্টার অপরাধজগৎ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে জড়িয়ে পড়ে একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ডে। শুরু হয় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তার পলাতক জীবন। আগামী অক্টোবরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি।

নতুন এই সিরিজ নিয়ে মোস্তাফিজ নূর ইমরান বলেন, ‘এটা দারুণ প্রেমের গল্প। পাশাপাশি পলিটিক্যাল অ্যাটমোসফেয়ার আছে। কেন এই গল্পটিকে রক্তাক্ত প্রেমের গল্প বলা হচ্ছে—সিরিজটি দেখলেই দর্শক তা বুঝতে পারবে। পোস্টার রিলিজের পর অনেকেই প্রশংসা করছে। সেই প্রশংসা শুনে আমারও খুব ভালো লাগছে। আশা করি দর্শক নিরাশ হবেন না।’

রঙিলা কিতাবে প্রথমবার পরীমণির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মোস্তাফিজ নূর। পরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ক্লোজ শটগুলো সহশিল্পীকে ছাড়াই অভিনয় করতে হয়। সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে পরীমণির শূন্যতাটা অনুধাবন করেছি। তার মানে উনি যে শটে উপস্থিত থাকেন সেখানে একটা প্রভাব বিস্তার করেন। সিরিজটি মুক্তির পর পরীর সেই অভিনয় দক্ষতা সবাই দেখতে পারবে।’

অনম বিশ্বাস বলেন, ‘আমার গল্পে সব সময় চিন্তা থাকে বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটের চিত্র তুলে ধরার। এখানেও হয়েছে তাই। এটা অনেকটা মেলোড্রামা। সাধারণ মানুষের ইমোশনের গল্পও দেখা যাবে এই সিরিজে।’

রঙিলা কিতাব নিয়ে বেশ আশাবাদী পরীমণি। শুটিং শেষে একটি ভিডিও শেয়ার করে বলেছিলেন, ‘আশা করছি রঙিলা কিতাব রিলিজ হলে সবার ভালোবাসা পাব। অসাধারণ একটা টিমের সঙ্গে কাজ হলো। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

সিরিজে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু প্রমুখ। গত আগস্টেই মুক্তির কথা ছিল রঙিলা কিতাব। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে হইচই। অবশেষে অক্টোবরে সিরিজটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত