Ajker Patrika

আইসিটি-নির্ভর নতুন প্রজন্ম গড়তে প্রশিক্ষণ

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০: ৩৩
আইসিটি-নির্ভর নতুন  প্রজন্ম গড়তে প্রশিক্ষণ

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের বাস্তবায়নে সুবিধাবঞ্চিত, দরিদ্র, নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নির্ভর নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার রূপান্তর কম্পিউটার সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোরের স্থানীয় সরকার কার্যালয়ের উপপরিচালক হুসাইন শওকত।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্ভাবনী ও বিশেষ অনুদান শাখা থেকে আইসিটি ক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তিন মাস মেয়াদি প্রকল্পে ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক। স্বাগত বক্তব্য দেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা খাতুন। তথ্যচিত্র উপস্থাপন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ।

পেন ফাউন্ডেশনের সভাপতি সফিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনে কোষাধ্যক্ষ স্বপন কুমার ঘোষ, রূপান্তর কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ইমামুল হুসাইন ইমন, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, কর্মসূচি ব্যবস্থাপক রত্না ইসলাম, প্রশিক্ষক লিপি খাতুন, পপি রাণী খাতুন, বিথি খাতুন প্রমুখ।

এ সময় রূপান্তর কম্পিউটার ট্রেনিং সেন্টারের জুলাই-ডিসেম্বর ২০২২ সেশনের শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষাবোর্ডের সনদপত্র দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত