Ajker Patrika

প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩: ১২
প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙার অভিযোগ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকের বাড়ি-ঘর ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে সদর উপজেলার দাইন্যা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেনের বিরুদ্ধে।

গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. লাভলু মিয়া লাবু এ অভিযোগ করেন। আফজাল হোসেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছিলেন। তবে আফজাল এই অভিযোগকে মিথ্যা দাবি করে বলেছেন, এলাকায় এমন ঘটনা ঘটেনি।

সংবাদ সম্মেলনে মো. লাভলু মিয়া লাবু লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আফজাল হোসেনের কাছে তিনি পরাজিত হন। নির্বাচনে জয়ী হয়েই তিনি ও তাঁর বাহিনী এলাকায় চাঁদাবাজি শুরু করেছেন। কর্মী-সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ করেন লাবু।

তিনি আরও জানান, গত ২৬ ডিসেম্বর কর্মী ফতেপুর গ্রামের আব্দুল মালেক, আজাহার উদ্দিন, আলিশাকান্দা গ্রামের আব্দুল হাকিম, ইউনুস আলী, আব্দুল মানিককে নবনির্বাচিত চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ফতেপুর, আলিশাকান্দা, বিন্যাফৈর ও চারাবাড়ি গ্রামে তাঁর কর্মী-সমর্থকেরা বাড়িতে থাকতে পারছেন না। দাইন্যা ইউনিয়নের সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি অভিযোগ করেন।

এ ছাড়া নির্বাচনে অনিয়মের অভিযোগও তোলেন লাভলু মিয়া লাবু। এ বিষয়ে তিনি প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, ‘লাবু পরাজিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। প্রকৃতপক্ষে আমার এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত