Ajker Patrika

দুই জেলায় অভিযান ৬ ডাকাত গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৩: ১৩
দুই জেলায় অভিযান ৬ ডাকাত গ্রেপ্তার

আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বরিশাল ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রিয়াজ হাওলাদার, অরুণ দাস, মো. ইসমাইল গাজী, মো. হেমায়েত সিকদার মিলন, গৌতম কর্মকার ও মনোজ কর্মকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এদের মধ্যে রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরণের ৬টি মামলা, ইসমাইল গাজীর বিরুদ্ধে ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে।

এ ছাড়া গৌতম কর্মকার ও মনোজ কর্মকারের বিরুদ্ধে ডাকাতির স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল কেনার অভিযোগ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৩০ জুন দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমিন সিকদারের ঘরের গ্রিল কেটে মুখোশধারী ৮-১০ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। ঘরে উপস্থিত সবার হাত-পা বেঁধে ডাকাতেরা ঘরে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ১৪ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট ও কাপড়-চোপড়সহ মোট ১৩ লাখ ১৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত