Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ৫৫
আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোভাযাত্রা নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন কালীগঞ্জের ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ সংরক্ষিত নারী প্রার্থীরা। গতকাল সোমবার উপজেলা পরিষদে ৪ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।

জানা গেছে, প্রায় সব প্রার্থীই তাঁদের সমর্থকদের নিয়ে মোটরসাইকেল, অটোরিকশা করে স্লোগান দিতে দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আসছেন এবং নেতা-কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের আচরণবিধিতে উল্লেখ রয়েছে, কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মিছিল বা কোনো প্রকার শোডাউন করতে পারবেন না। ৫ জনের অধিক লোক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন না।

অথচ গতকাল অধিকাংশ প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল-অটোরিকশাসহ মিছিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে দেখা গেছে। রিটার্নিং কর্মকর্তারা বলেন, বাইরে কে কীভাবে আসছে এটা আমরা জানি না। আমাদের কাছে ৩ থেকে ৫ জন করে এসে মনোনয়নপত্র জমা দেন।

গতকাল বিকেল ৩টা পর্যন্ত তুষভান্ডার ও দলগ্রাম ইউনিয়নের রিটার্নিং ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীনের কার্যালয়ে ১১ জন চেয়ারম্যান সহ ১০৩ জন। চন্দ্রপুর ও গোড়ল ইউনিয়নের রিটার্নিং ও সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল রাজ্জাকের কার্যালয়ে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ৯০ জন, কাকিনা ও চলবলা ইউনিয়নের রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমানের কার্যালয়ে ৭ জন চেয়ারম্যানসহ ৭৩ জন এবং ভোটমারী ও মদাতী ইউনিয়নের রিটার্নিং ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকারের কার্যালয় সূত্রে জানা যায় এ পর্যন্ত ৬ চেয়ারম্যান সহ ৬৭ জন মনোনয়ন জমা করেছেন।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা (ভোটমারী ও মদাতী) উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকার বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। আমার রুমের ভেতর তাঁরা ৩ থেকে ৫ জন এসে মনোনয়ন জমা দিয়েছে। বাইরে কী হবে সেটা তো আর আমরা দেখতে পারব না।’

উল্লেখ্য, তৃতীয় ধাপে কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিক্রি হয়েছে মোট ৫০২টি, মনোনয়নপত্র জমার শেষ দিন ২ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত