Ajker Patrika

ঠিকানা বলতে না পারায় হচ্ছে না বাড়ি ফেরা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৩: ৩৫
ঠিকানা বলতে না পারায় হচ্ছে না বাড়ি ফেরা

সঠিক ঠিকানা বলতে না পারায় নিজ বাড়িতে ফিরতে পারছেন না আলামিন নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক। বর্তমানে তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদে আছেন।

গতকাল বুধবার চকমিরপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদের একটি কক্ষে আছেন আলামিন। তিনি শুধু নিজের নাম আলামিন, তাঁর বাবার নাম মনির আর ভাইয়ের নাম শিহাব ছাড়া আর কিছুই বলতে পারেন না। এ কথাগুলোও অনেকটা অস্পষ্ট। তাঁর ডান হাত বাঁকা। পায়ে সমস্যার কারণে ঠিকমতো হাঁটতে পারেন না।

আলামিনকে দৌলতপুরে নিয়ে এসেছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গাপুর গ্রামের ইদ্রিস আলী। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধু সেতুর কাছে একটি ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। সেখানে এই যুবককে দেখতে পাই। বাড়ির কথা জিজ্ঞেস করায় তিনি প্রথমে রাজবাড়ীর দৌলতদিয়ার কথা বলেন। আমি তাঁকে সেখানে নিয়ে যাই।’

ইদ্রিস আলী বলেন, ‘দৌলতদিয়ায় তাঁকে কেউ চিনতে না পারায় মঙ্গলবার রাতে দৌলতপুরে নিয়ে আসি। এখানেও তাঁকে কেউ চিনতে না পারায় অবশেষে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যাই। এখানে তাঁর কোনো ব্যবস্থা না হলে আমি তাঁকে আমার বাড়িতে নিয়ে যাব।’

চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক বলেন, ‘আলামিনকে দেখে আমাদের এলাকার মনে হয়নি। আমি অনেক চেষ্টা করেও তাঁর ঠিকানা না পেয়ে আমার পরিষদে রেখেছি। তাঁর আসল ঠিকানা খুঁজে পেতে ও তাঁর মা-বাবার কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত