Ajker Patrika

চবিতে বাড়ল আবেদন ফি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১১: ৩৫
চবিতে বাড়ল আবেদন ফি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রসেসিং ফি যুক্ত হবে আরও ১০০ টাকা। গতবার যা ছিল ৫৫০ টাকা। এ ছাড়া অন্যবারের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তবে আবেদন কখন থেকে শুরু হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগের নিয়মেই হবে। অর্থাৎ যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারাই অংশ নিতে পারবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার সিলেবাসও আগের মতো থাকবে।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬-২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে কোনো ইউনিটের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত তা এখনো নির্ধারণ হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত