Ajker Patrika

অপহরণের পর মুক্তিপণ দাবি, অভিযানে ধরা

বগুড়া প্রতিনিধি
অপহরণের পর মুক্তিপণ দাবি, অভিযানে ধরা

আকাশ হোসেন নামের এক তরুণ গত সোমবার এক তরুণীর সঙ্গে দেখা করতে যান বগুড়া শহরের মাটিডালি এলাকায়। সেখানে এসে তাঁরা অপহরণকারী চক্রের কবলে পড়েন। এরপর তাঁদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন ‘অপহরণকারী চক্রে’র সদস্যরা। মুক্তিপণ না দিলে তাঁদের হত্যা ও হয়রানির হুমকিও দেওয়া হয়। আকাশ ও ওই তরুণী  বগুড়া সদরের বাসিন্দা।

গত সোমবার সন্ধ্যায় জেলা শহরের নারুলী এলাকায় রেললাইনের পাশে অভিযান চালিয়ে অপহৃত আকাশকে উদ্ধার করে র‍্যাব। পরে সদরের আকাশতারা এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকেও    উদ্ধার করা হয়। এ সময় সাকিব হোসেন, শাকিল হোসেন জুয়েল রানা নামের তিনজনকে আটক করা হয়। আরও ৭-৮ জন পালিয়ে যান।

এর আগে সোমবার বিকেলে আকাশের পরিবার বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে এবং র‍্যাবকে বিষয়টি জানায়। এরপর অভিযান শুরু করে র‍্যাব।

গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান।

সংবাদ সম্মেলনে তৌহিদুল মবিন খান জানান, অপহরণকারী চক্রটি তরুণ-তরুণীদের আটক করে পরিবারের কাছে মুক্তিপণ চাইত। আকাশ ও এক তরুণী  গত সোমবার সন্ধ্যায় সদরের মাটিডালি এলাকা থেকে অপহরণের শিকার হন। পরে আকাশের স্বজনদের কাছে মুক্তিপণ হিসেবে প্রথমে ২০ হাজার টাকা দাবি করেন অপহরণ চক্রের সদস্যরা। পরে তাঁরা আরও বেশি টাকা দাবি এবং টাকা না পেলে আকাশকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। অপহরণের পর আকাশকে মারধর ও শরীরে আগুনের ছ্যাঁকা দেওয়া হয়। অন্যদিকে, ওই তরুণীর   স্বজনদের জানানো হয়, মেয়ে ঘনিষ্ঠ অবস্থায় এক যুবকের সঙ্গে ধরা পড়েছেন। টাকা না দিলে এ ঘটনা ছড়িয়ে তাঁকে অসম্মানিত করা হবে। এতে স্বজনেরা ভয়ে অপহরণকারীদের বিকাশে ৪ হাজার টাকা পাঠান।

পরে আকাশের পরিবার বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির কপি নিয়ে তারা বগুড়া র‍্যাব কার্যালয়কেও জানায়। অভিযোগ পেয়ে গত সোমবার সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে আকাশ ও ওই তরুণীকে  উদ্ধার করে র‍্যাব। এ সময় নারুলী সাকিব হোসেন, শাকিল হোসেন জুয়েল রানা নামের তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তাঁরা বগুড়া সদরে চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত। অভিযান চালানোর সময় বগুড়া সদরের বাসিন্দা রাহুল, ইমেন, হাসানসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সংঘবদ্ধ এই অপরাধ চক্রের পলাতক সদস্যদের ধরতে অভিযান চলছে।

বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, ‘আটকদের নামে মামলা করা হয়েছে। গতকাল দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত