Ajker Patrika

অষ্টগ্রামে লটারি করে মনোনয়নপত্র প্রত্যাহার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৬: ০৬
অষ্টগ্রামে লটারি করে মনোনয়নপত্র প্রত্যাহার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের তিনটি ওয়ার্ডে একক চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করতে লটারি করেছে গ্রামবাসী। ভাগ্যের খেলায় হেরে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম।

জানা গেছে, দেওঘর ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম ও সালমা আক্তার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। একই এলাকা থেকে তিনজন প্রার্থী হলে অন্য গ্রামের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হবে। তাই তিন ওয়ার্ডের মুরব্বিরা বসে একজন প্রার্থী নির্ধারণের সমঝোতা প্রস্তাব করেন। এ সময় একমাত্র নারী প্রার্থী সালমা আক্তার এলাকার বাইরে থাকায় সভায় হাজির হতে পারেননি। তবে তিনি আজকের পত্রিকাকে মোবাইল ফোনে জানান, মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না তিনি।

এদিকে অন্য দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন (স্বতন্ত্র) ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র) নিজেদের মধ্যে আলোচনা করেও কোনো সমঝোতায় পৌঁছাতে না পেরে প্রার্থী নির্ধারণের দায়িত্ব দেন এলাকাবাসী ওপর। পরে গত শনিবার রাতে জনসম্মুখে লটারির আয়োজন করে এলাকাবাসী। এতে আক্তার হোসেন বিজয়ী হন।

গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাহাঙ্গীর আলম।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ গোলাম সামদানী জানান, জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র প্রত্যাহার করার পরও দেওঘর ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত