Ajker Patrika

হ্যালোইনে ভয় দেখাবেন মোশাররফ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মোশাররফ করিম
মোশাররফ করিম

প্রতিবছরের ৩১ অক্টোবর মানুষের কাঁধে ভর করে ভূত! এদিন ভূত সেজে অনেকে হ্যালোইন উৎসবে শামিল হন। অনেকে বিশ্বাস করেন, মানুষের সান্নিধ্য লাভের আশায় ভূত বা অশরীরী শক্তি এদিন নেমে আসে পৃথিবীর বুকে। কিছুটা আতঙ্ক আর ভয়ের আবহে উদ্‌যাপিত হয় দিনটি। বিশেষ এই দিনে ভক্তদের জন্য দেশি খাবার আর পরিমাণমতো ভূত নিয়ে আসছেন মোশাররফ করিম।

‘আধুনিক বাংলা হোটেল’ ওয়েব সিরিজের প্রমোশনে এমনটাই জানানো হয়েছে। হ্যালোইন উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি। তিনটি ভিন্ন গল্প নিয়ে সাজানো হয়েছে আধুনিক বাংলা হোটেল। প্রতি সপ্তাহে প্রকাশ পাবে একটি করে পর্ব। ৩০ অক্টোবর রাত ১২টা থেকে চরকিতে দর্শক দেখতে পাবেন প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’।

আধুনিক বাংলা হোটেল সিরিজের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী আসাদ, গল্প লিখেছেন শরীফুল হাসান। প্রতি গল্পের সঙ্গে রয়েছে খাবারের যোগ। বোয়াল মাছের ঝোল ছাড়াও বাকি দুই পর্বের নাম ‘খাসির পায়া’ ও ‘হাঁসের সালুন’।

আধুনিক বাংলা হোটেল মোশাররফ করিমের প্রথম অ্যান্থোলজি সিরিজ। তিনটি গল্পেই ভিন্নভাবে হাজির হবেন তিনি। মোশাররফ করিম বলেন, ‘সিরিজে আমার চরিত্রগুলোতে দেখা-অদেখার মিশ্রণ রয়েছে। চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদের আশপাশের মানুষের মধ্যে পাওয়া যায়। আবার কিছু বৈশিষ্ট্য অদেখা। কিছু বিষয় আছে বাইরে থেকে বোঝা যায়। কিন্তু তার মনের মধ্যে যা চলছে, সেটি বোঝার উপায় থাকে না, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। সিরিজে অভিনয় করতে গিয়ে আমার নিজের অনুভূতি-চিন্তা কাজে লাগানোর চেষ্টা করেছি।’

মোশাররফের প্রশংসা করে নির্মাতা কাজী আসাদ বলেন, ‘এ সিরিজের প্রায় সব দৃশ্যের শুটিং হয়েছে রাতে। সারা রাত শুটিং করে সকালে কয়েক ঘণ্টা ঘুমিয়ে আবার শুটিং করেছেন তিনি।’

মোশাররফ করিম ছাড়াও সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত