Ajker Patrika

নৌকার টিকিট পেলেন যাঁরা

পীরগঞ্জ ও পীরগাছা প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৮: ৩৪
নৌকার টিকিট পেলেন যাঁরা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ চেয়ারম্যান পদপ্রার্থীদের দলীয় মনোনয়ন দিয়েছে। পীরগঞ্জে ১০ এবং পীরগাছায় আটজন এই মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার রাতে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়। দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তালিকাটি চূড়ান্ত করা হয়।

পীরগঞ্জ: আগামী ১১ নভেম্বরের নির্বাচনে উপজেলার ১৫ ইউপির মধ্যে ১০টিতে ভোট হবে। এ জন্য আওয়ামী লীগের মনোনয়নে পাঁচজন বর্তমান চেয়ারম্যান এবং পাঁচজন নতুন মুখ রয়েছে। বৃহস্পতিবার রাতে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর তাঁদের সমর্থকেরা মিষ্টি বিতরণ করেছেন।

মনোনয়ন পেয়েছেন চৈত্রকোলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আরিফুজ্জামান, ভেন্ডাবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, বড়দরগায় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কুমেদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম ও মদনখালীতে ইউপি চেয়ারম্যান সামছুল আলম।

এ ছাড়া টুকুরিয়ায় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মণ্ডল, শানেরহাটে উপজেলা আওয়ামী লীগ নেতা মেছবাহুর রহমান, পাঁচগাছীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবলু মিয়া, চতরায় ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন ও কাবিলপুরে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি নৌকা প্রতীক পেয়েছেন।

চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, তাঁরা দলের সিদ্ধান্তকে নির্দ্বিধায় মেনে নিয়েছেন।

নতুন মনোনয়ন পাওয়া কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাকে দলীয় মনোনয়নের তালিকাভুক্ত করা হয়েছে। আমি সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। যাঁরা মনোনয়ন পাননি তাঁরা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করুন।’

পীরগাছা: আটটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ছয়জন নতুন মুখ এবং দুজন বর্তমান চেয়ারম্যানকে বেছে নিয়েছে ক্ষমতাসীন দল। পারুলে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, ইটাকুমারীতে উপজেলা সদস্য আবুল বাশার, অন্নদানগরে ইউনিয়ন সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং ছাওলায় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া তাম্বুলপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিদ্যুৎ কুমার রায়, পীরগাছা সদরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম জালাল, কৈকুড়ীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মণ্ডল এবং কান্দিতে আমিনুল ইসলাম রাজ্জাককে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে ত্যাগী ও দলের জন্য নিবেদিত নেতাদের মনোনয়ন না দেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন তাঁদের সমর্থকেরা। তাঁদের গতকাল শুক্রবার মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের বাড়িতে জড়ো হতে দেখা গেছে। বঞ্চিত কয়েকজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলে আভাস পাওয়া গেছে।

ছাওলা ইউনিয়নের আদম গ্রামের আওয়ামী লীগ কর্মী আমিনুল হক বলেন, এলাকায় যাঁদের জনপ্রিয়তা আছে, তাঁরা মনোনয়ন পাননি। ফলে তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এতে করে আওয়ামী লীগের বিরোধী পক্ষই লাভবান হবে। তাদের জেতার সম্ভাবনা বেশি।

উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁদের পক্ষে সবাইকে কাজ করতে হবে। বিদ্রোহী প্রার্থী এবং বিরোধিতা করা হলে তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের অনেক প্রার্থী। তাই মনোনয়ন বঞ্চিতদের মন খারাপ হতেই পারে। তাই বলে কেউ দলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা চাই সবাই মিলেমিশে দলের জন্য নৌকা প্রার্থীর হয়ে কাজ করুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত