Ajker Patrika

চাকরিতে যোগদান করলেন প্রতিবন্ধিতাজয়ী শাহিদা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১১: ৫৬
চাকরিতে যোগদান করলেন প্রতিবন্ধিতাজয়ী শাহিদা

জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী শাহিদা খাতুন। তাঁর এক হাত, দুই পা নেই। তারপরও জীবনযুদ্ধে থেমে নেই তিনি। লেখাপড়া করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রতিবন্ধিতা জয় করে শিখেছেন হস্তশিল্প, সেলাইসহ বিভিন্ন কাজ। পেয়েছেন চাকরি, করলেন যোগদান।

জানা গেছে, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে আকিজ জুট মিলে নির্বাহী কর্মকর্তা পদে চাকরি হয় শাহিদার। গত ২৫ মার্চ যশোরের ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে এক অনুষ্ঠানে শাহিদার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা সেই নিয়োগপত্র নিয়ে গতকাল রোববার অভয়নগরে আকিজ জুট মিলে অ্যাডমিন বিভাগের নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন শাহিদা খাতুন। শাহিদা খাতুন যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মো. রফি উদ্দিনের মেয়ে।

চাকরিতে যোগদানের পর শাহিদা খাতুন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনকে ধন্যবাদ জানান। শাহিদা বলেন, ‘চাকরি পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই চাকরির সুবাদে আমি বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারব। আমার জন্য সকলে দোয়া করবেন।’

আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম বলেন, ‘প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের নির্দেশে প্রতিবন্ধী নিয়োগ কোটায় শাহিদা খাতুন নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন। কর্মক্ষেত্রে সব কাজে তিনি আমাদের সহযোগিতা পাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত