Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আলমকে সংবর্ধনা

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ৪২
বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আলমকে সংবর্ধনা

সাতক্ষীরার কালীগঞ্জে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট অব. মাহফুজ আলম বেগকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার রাত ৯টায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে ‘কালো সূর্যের নিচে’ নামক নাটক মঞ্চস্থ করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে মাহফুজ আলম বেগ এবং নাটকটির পরিচালক অধ্যাপক আজিজুর রহমান ও কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হয়। মাহফুজ আলম বেগ যুদ্ধকালীন ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ছিলেন।

উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন বীর মুক্তিযোদ্ধা ও নবনির্বাচিত মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি ,কালিগঞ্জ শাখার শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সুশীলনের উপপরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, লিডারস এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পানি ডাক্তার।

‘কালো সূর্যের নিচে’ নাটকে অভিনয় করেন শান্তি চক্রবর্তী, আশেক মেহেদি, সম্পা গোস্বামী, জি এম আবু আব্দুল্লাহ, সৈয়দ মোমিনুর রহমান, নয়ন কুমার দাস, তপন কুমার সরকার, এস এম আহমদ উল্লাহ বাচ্চু, এসকে বাবলুর রহমান, মনোয়ারা খাতুন, শহিদুল ইসলাম পুটি, আব্দুর রব, অলিউর রহমান অলি, গোলাম আইয়ুব জুলু ও সুকুমার দাস বাচ্চু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত