Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর মাইক ও গাড়ি ভাঙচুর

বাঘারপাড়া প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮: ৪০
স্বতন্ত্র প্রার্থীর মাইক ও গাড়ি ভাঙচুর

যশোরের বাঘারপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচার মাইক ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবুল সরদার।

আওয়ামী লীগের বিদ্রোহী এই প্রার্থী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত দুবার আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল সরদার।

বর্তমানে তিনি উপজেলা তাঁতি লীগের সভাপতি। কিন্তু আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না দেওয়ায় এবারের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

তাঁর প্রচার গাড়ির চালক শাহিন আলম জানান, রোববার সন্ধ্যায় নারিকেলবাড়ীয়া বাজারের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে বেশ কয়েকজন ব্যক্তি হঠাৎ লাঠি-সোঁটা দিয়ে ইজিবাইকে আঘাত করেন। এ সময় প্রচার মাইক ভেঙে ফেলা হয় ও মেমোরি কার্ড খুলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, ‘কেরামত আলী নামের এক যুবক ৭–৮ জন লোক নিয়ে এসে আমাকে শার্ট ধরে টেনে গাড়ি থেকে বাইরে নিয়ে আসেন। এ সময় কেরামত আলী আমাকে বলেন, আগামীকাল থেকে আনারসের প্রচার করলে তোর গাড়ি আর তোরে কেউ খুঁজে পাবে না। নারিকেলবাড়ীয়া ইউনিয়নে শুধু নৌকার প্রচার মাইক চলবে।’

স্বতন্ত্র প্রার্থী আবুল সরদার বলেন, ‘জনপ্রিয়তা আছে বলেই গত দুবার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেও জয়লাভ করেছি। এবারও সেই জনপ্রিয়তা আছে বলে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

তিনি বলেন, ‘তবে যিনি গত চারবার নৌকা প্রতীক পেয়েছেন, তিনি একবারও বিজয়ী হতে পারেননি। তাঁর জনপ্রিয়তা নেই। তাই আমাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে নির্বাচন থেকে সরানোর পাঁয়তারা করছেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ওহেদা আফরোজ বলেন, ‘কোনো প্রার্থী নির্বাচনী বিধি ভঙ্গ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ বলেন, ‘অভিযোগ পেয়েছি। যারা এ কাজ করেছেন তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত