সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটনকেন্দ্র সদরের দীঘলকান্দি প্রেম যমুনার ঘাট। গোবরের ঘুঁটে শুকানো, ধান সেদ্ধ, জ্বালানি স্তূপ করে রাখা প্রভৃতি কারণে কেন্দ্রটি তার সৌন্দর্য হারিয়েছে। পর্যটকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন এ কেন্দ্র থেকে।
সারিয়াকান্দিতে বিভিন্ন সময় নদী শাসনের জন্য বিভিন্ন স্পার ও হার্ড পয়েন্ট তৈরি করা হয়েছে। এগুলো হলো সারিয়াকান্দি পৌরসভার কালিতলা গ্রোয়েন বাঁধ, সদরের প্রেম যমুনার ঘাট, হাটশেরপুরের হাসনা পাড়া ও বালাইল স্পার, কুতুবপুরের দেবডাঙা স্পার।
এগুলোর মধ্যে দীঘলকান্দি হার্ড পয়েন্টটি সিঁড়ি করে নির্মাণ করার জন্য এটি অত্যাধিক দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ফলে এখানে প্রতিনিয়ত শত শত এবং বর্ষাকালে হাজারো পর্যটকের আগমন ঘটে। স্থানীয় তরুণ-তরুণীরা পছন্দের এই স্পটটির নামকরণ করে প্রেম যমুনার ঘাট; যা উপজেলার মধ্যে অন্যতম পর্যটন স্পট হয়ে ওঠে।
বর্তমানে স্পাটটির প্রায় সবটুকু এলাকাতেই স্থানীয় গ্রামের নারীরা গরুর গোবরের ঘুঁটে তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন। ফলে পুরো পর্যটন এলাকাকে গোবরের ঘুঁটে তৈরির চাতাল বলে মনে হয়।
অপর দিকে স্থানীয়রা স্পটটিতেই আমন ধানের মাড়াইয়ের কাজ করছেন। ধান সেদ্ধ করার সময় স্পারের কেস্টলে কালো কালি পড়ে এর সৌন্দর্য হারাচ্ছে। যেখানে সেখানে ছাই ফেলে এর পরিবেশ একেবারেই নষ্টের পথে। পাশাপাশি স্পটটির বেশ কয়েকটি স্থানে বিভিন্ন ধরনের জ্বালানি স্তূপ করে রাখা হয়েছে।
স্থানীয় অটোভ্যানের চালক ইয়াছিন আলী বলেন, ‘প্রেম যমুনার ঘাট আগে অনেক পরিপাটি ছিল। তখন অনেক মানুষ আমার অটোভ্যানে করে স্পটটি দেখার জন্য আসতেন। এখন আর আগের মতো লোকজন আসেন না। ফলে রোজগারও আগের মতো হচ্ছে না।’
স্থানীয় বাসিন্দা সালমা বেগম বলেন, ‘বহুদিন আগে ফায়ার সার্ভিস আসে একবার পরিষ্কার করে দিয়ে গেছিল। দুই-এক দিন পরথাকেই আবার লোকজন গোবর নাড়ে দেওয়া শুরু করে এবং জ্বালানি দিয়ে পরিবেশ নষ্ট করে ফালে দেয়।’
স্থানীয় সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাফি মণ্ডল বলেন, ‘ইতিপূর্বে কয়েকবার স্পটটি পরিষ্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলব।’
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্পটটি সরেজমিন পরিদর্শন সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটনকেন্দ্র সদরের দীঘলকান্দি প্রেম যমুনার ঘাট। গোবরের ঘুঁটে শুকানো, ধান সেদ্ধ, জ্বালানি স্তূপ করে রাখা প্রভৃতি কারণে কেন্দ্রটি তার সৌন্দর্য হারিয়েছে। পর্যটকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন এ কেন্দ্র থেকে।
সারিয়াকান্দিতে বিভিন্ন সময় নদী শাসনের জন্য বিভিন্ন স্পার ও হার্ড পয়েন্ট তৈরি করা হয়েছে। এগুলো হলো সারিয়াকান্দি পৌরসভার কালিতলা গ্রোয়েন বাঁধ, সদরের প্রেম যমুনার ঘাট, হাটশেরপুরের হাসনা পাড়া ও বালাইল স্পার, কুতুবপুরের দেবডাঙা স্পার।
এগুলোর মধ্যে দীঘলকান্দি হার্ড পয়েন্টটি সিঁড়ি করে নির্মাণ করার জন্য এটি অত্যাধিক দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ফলে এখানে প্রতিনিয়ত শত শত এবং বর্ষাকালে হাজারো পর্যটকের আগমন ঘটে। স্থানীয় তরুণ-তরুণীরা পছন্দের এই স্পটটির নামকরণ করে প্রেম যমুনার ঘাট; যা উপজেলার মধ্যে অন্যতম পর্যটন স্পট হয়ে ওঠে।
বর্তমানে স্পাটটির প্রায় সবটুকু এলাকাতেই স্থানীয় গ্রামের নারীরা গরুর গোবরের ঘুঁটে তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন। ফলে পুরো পর্যটন এলাকাকে গোবরের ঘুঁটে তৈরির চাতাল বলে মনে হয়।
অপর দিকে স্থানীয়রা স্পটটিতেই আমন ধানের মাড়াইয়ের কাজ করছেন। ধান সেদ্ধ করার সময় স্পারের কেস্টলে কালো কালি পড়ে এর সৌন্দর্য হারাচ্ছে। যেখানে সেখানে ছাই ফেলে এর পরিবেশ একেবারেই নষ্টের পথে। পাশাপাশি স্পটটির বেশ কয়েকটি স্থানে বিভিন্ন ধরনের জ্বালানি স্তূপ করে রাখা হয়েছে।
স্থানীয় অটোভ্যানের চালক ইয়াছিন আলী বলেন, ‘প্রেম যমুনার ঘাট আগে অনেক পরিপাটি ছিল। তখন অনেক মানুষ আমার অটোভ্যানে করে স্পটটি দেখার জন্য আসতেন। এখন আর আগের মতো লোকজন আসেন না। ফলে রোজগারও আগের মতো হচ্ছে না।’
স্থানীয় বাসিন্দা সালমা বেগম বলেন, ‘বহুদিন আগে ফায়ার সার্ভিস আসে একবার পরিষ্কার করে দিয়ে গেছিল। দুই-এক দিন পরথাকেই আবার লোকজন গোবর নাড়ে দেওয়া শুরু করে এবং জ্বালানি দিয়ে পরিবেশ নষ্ট করে ফালে দেয়।’
স্থানীয় সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাফি মণ্ডল বলেন, ‘ইতিপূর্বে কয়েকবার স্পটটি পরিষ্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলব।’
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্পটটি সরেজমিন পরিদর্শন সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫