Ajker Patrika

ভেড়ামারায় মুরগির খামারে আগুন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৪১
ভেড়ামারায় মুরগির খামারে আগুন

কুষ্টিয়ার ভেড়ামারায় এক মুরগি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়াড়ে শিহাবুল ইসলামের মুরগির খামারে এই ঘটনা ঘটে। এতে খামারের এক হাজার মুরগি মারা গেছে। মুরগির খাবার ও ঘর পুড়ে প্রায় দশ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে খামারটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় এলাকাবাসীরা আধা ঘণ্টা ধরে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাঁরা ব্যর্থ হলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় ফার্মটির এক মাস বয়সী এক হাজার মুরগি পুড়ে মারা যায়। তবে কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।

স্থানীয় যুবক আজিম হোসেন সেবুল বলেন, ‘ক্ষতিগ্রস্ত খামারি শিহাব গরিব মানুষ। বহু কষ্টে সে এ পর্যায়ে এসেছিলেন। দুই দিন পরই মুরগি বিক্রি করে ঋণের টাকা শোধ করার কথা ছিল। এখন সে সর্বস্বান্ত।’

ক্ষতিগ্রস্ত শিহাবুল ইসলাম বলেন, ‘আগুনে পুড়ে আমার সব শেষ। দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক টাকার ঋণের বোঝা মাথায়। এখন ঋণের টাকা কীভাবে শোধ করব বুঝতে পারছি না। আগুনই বা কীভাবে লাগল সেটাও বুঝতে পারছি না। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত