Ajker Patrika

পাকা সেতুর অর্ধেক বাঁশ-কাঠ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ০৯: ২৮
পাকা সেতুর অর্ধেক বাঁশ-কাঠ

আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামে একটি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি দিয়ে প্রতিদিন কয়েক শ মানুষের যাতায়াত। যে কোনো সময় সেতু ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত এই সেতুটি। নির্মাণের ৬ বছর পেরোতে না পেরোতেই সেতুর পাকা স্ল্যাবের অর্ধেকই ভেঙে পড়ে। এলাকার লোকজন নিজস্ব অর্থায়নে ওই ঝুঁকিপূর্ণ সেতুটির ওই অর্ধেক অংশে বাঁশ-কাঠ দিয়ে চলাচল করছে। সেতুটি নির্মাণের জন্য একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং এলজিইডি বিভাগকে জানানোর পরও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় ভ্যানচালক শাহিন ফকির বলেন, সেতুর ওপরের কাঠগুলো নষ্ট হয়ে গেছে। রডগুলো নড়বড়ে। যে কোনো সময় ধসে পড়তে পারে।

বৃদ্ধ আয়নাল ফকির, শাহজাহান ফকির জানান, বিকল্প কোনো পথ না থাকায় এ বয়সে ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে চলাচল করতে হয় তাঁদের।

সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার, মারিয়া আক্তার বলে, প্রতিদিন ঝুঁকি নিয়েই নড়বড়ে সেতুটি দিয়ে স্কুলে যাতায়াত করছি। সেতুটির কথা মনে হলে ভয় লাগে। কখন জানি বই খাতা নিয়ে নিচে পড়ে যাই।

গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন বলেন, ‘সমস্যাটি দীর্ঘ দিনের। সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। আশা করি, শিগগিরই সেখানে একটি সেতু তৈরি করা হবে।’

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি বেহাল। সেতুটি নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে বলে আশা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত