Ajker Patrika

টিলার মাটি কাটার ঘটনায় মামলা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৮
টিলার মাটি কাটার ঘটনায় মামলা

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের টিলা থেকে মাটি কাটার ঘটনায় মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গত বৃহস্পতিবার রাতে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক বদরুল হুদা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলাটি করেন। এতে ৫ জনের নাম উল্লেখ করা করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের দুই কর্মকর্তা সরেজমিনে টিলা কাটার স্থান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় টিলা থেকে কেটে নেওয়া মাটিভর্তি একটি ট্রাক আটক করেন এবং এর চাবি জব্দ করেন তাঁরা। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে আসার আগে বিকেল সাড়ে চারটার দিকে ৩-৪ জন লোক তাঁদের ভয়ভীতি দেখিয়ে চাবি ছিনিয়ে নিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত